দল বদলের বাজারে ফের শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের (East Bengal ) নাম। ট্রান্সফার উইন্ডো (Transfer Window) বন্ধ হওয়ার আগে স্কোয়াড ভারী করার চেষ্টায় লাল হলুদ শিবির। শোনা যাচ্ছে, তরুণ এক ভারতীয় ফুটবলারকে দলের নেওয়ার ব্যাপারে এগিয়ে ইস্টবেঙ্গল। কথাবার্তা চূড়ান্ত হলে দলের রক্ষণভাগের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
সম্প্রতি ফুটবল প্রেমীদের মধ্যে গুঞ্জন, দল বদলের বাজারে আরও একবার চমক দিতে পারে ইস্টবেঙ্গল। রক্ষণভাগে বাড়ানো হতে পারে আরও লোকবল। ইস্টবেঙ্গল সংক্রান্ত জল্পনায় এবার যুক্ত হয়েছেন Joe Zoherliana। চব্বিশ বছর বয়সী মিজোরামের এই ফুটবলার খেলেন উইং ব্যাকে। ইতিমধ্যে একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। সম্ভাবনাময় ফুটবলার।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারকে নিয়ে বাড়ছে উত্তাপ
শিলং লাজংয়ের যুব দল থেকে উত্থান হয়েছিল Joe Zoherliana’র। পরে পুনে সিটির বি দলের সঙ্গেও যুক্ত ছিলেন। স্থানীয় প্রতিভা চিনতে ভুল করেনি আইজল। অল্প সময়ের মধ্যে ক্লাবের সিনিয়র দলে সুযোগ পেয়ে গিয়েছিলেন তিনি। আই লীগে পর পর দুই মরসুম আইজলের হয়ে খেলেছেন Joe Zoherliana। প্রায় কুড়িটি ম্যাচ খেলার পাশাপাশি একাধিক গোল রয়েছে তার নামের পাশে। পরে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব বেঙ্গালুরু এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে যুক্ত হয়েছিলেন জো।
আরও পড়ুন: Durand Cup: ইস্টবেঙ্গলের কাছ থেকে শিক্ষা নিচ্ছে মোহনবাগান!
এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর একের পর এক সই সংবাদ দিয়েছিল ইস্টবেঙ্গল। পরে দল বদলের বাজারে সেভাবে আর ইস্টবেঙ্গল সংক্রান্ত খবর পাওয়া যায়নি। আর কয়েক দিন পর ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবে। ক্লাব কি নতুন আরও কাউকে নেবে? সমর্থকদের মধ্যে রয়েছে প্রশ্ন। যদিও Joe Zoherliana এর সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা এখনও চূড়ান্ত হয়নি বলেই মনে করা হচ্ছে।