ইন্টার কাশীর এই ডিফেন্ডারের দিকে নজর আইএসএলের বহু ক্লাবের

Transfer window: গত মাসেই শেষ হয়েছে এবারের ফুটবল মরসুম। যেখানে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি যথেষ্ট দাপট থেকেছে অন্যান্য ফুটবল ক্লাব…

Bijoy Varghese

Transfer window: গত মাসেই শেষ হয়েছে এবারের ফুটবল মরসুম। যেখানে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি যথেষ্ট দাপট থেকেছে অন্যান্য ফুটবল ক্লাব গুলির। শক্তিশালী এই দলকে পরাজিত করে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয় করেছিল নর্থইস্ট ইউনাইটেড। তারপর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা ইন্ডিয়ান সুপার লিগে সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা বজায় থাকে নিয়ে বেশিদিন। প্রতিপক্ষ দলগুলিকে টেক্কা দিয়ে অনায়াসেই চ্যাম্পিয়নশিপের দাবিদার হয়ে ওঠে মোহনবাগান সুপার জায়ান্ট। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। দেশের প্রথম ক্লাব হিসেবে লিগ শিল্ডের পাশাপাশি লিগ কাপ জয় করে মোহনবাগান।

Also Read | আইলিগের এই ফরোয়ার্ডকে নিতে মরিয়া লাল-হলুদ, আসরে আরও তিন ক্লাবের

   

তারপর কিছু সপ্তাহ আগেই আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করা হয়েছিল চার্চিল ব্রাদার্সকে। যদিও এই নিয়ে রয়ে গিয়েছে বিতর্ক। অপরদিকে গত কয়েকদিন আগেই শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয় মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। যারফলে নয়া মরসুমে এএফসির টুর্নামেন্টে অংশ নেবে বোরহা হেরেরাদের ফুটবল ক্লাব। যেদিকে নজর থাকবে সকলের। তবে এখন থেকেই নতুন সিজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের সবকটি ফুটবল ক্লাব। ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই আরও সক্রিয় হয়ে উঠেছে দল বদলের বাজার।

Also Read | গোয়ার জার্সিতে আইএসএল জিততে চান ব্রাইসন

Advertisements

এক্ষেত্রে একাধিক নয়া প্রতিভার দিকে নজর রয়েছে দেশের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব গুলির। যার মধ্যে এবার উঠে আসতে শুরু করেছে বিজয় ভার্গিসের নাম। হিসাব অনুযায়ী এই মরসুম পর্যন্ত আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব ইন্টার কাশীর সঙ্গে যুক্ত ছিলেন এই ভারতীয় ডিফেন্ডার। তবে ইতিমধ্যেই চুক্তি শেষ হয়ে গিয়েছে বারাণসীর এই ফুটবল ক্লাবের সঙ্গে। শোনা যাচ্ছে, নয়া সিজনে আর হয়তো তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নেই‌ ইন্টার কাশী ফুটবল দলের। সেইদিকে নজর রেখেই তাঁকে দলে নিতে মরিয়া আইএসএলের একাধিক ফুটবল ক্লাবের।

সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে দক্ষিণের দুই শক্তিশালী ফুটবল ক্লাবের নাম। এছাড়াও আইএসএল জয়ী আরেক ফুটবল ক্লাব নাকি আগ্ৰহ প্রকাশ করেছে তাঁকে নিয়ে। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।