Transfer window: ক্লাবকে বিদায়, সমর্থকদের কাঁদিয়ে চলে যাচ্ছেন তারকা বিদেশি

সম্প্রতি সামাজিক মাধ্যমে জল্পনা চলছে, ক্লাবকে বিদায় জানাচ্ছেন Iker Guarrotxena। এফসি গোয়ার এই ফুটবলার নতুন ক্লাবে যাওয়ার বিমান ধরতে চলেছেন বলে খবর।

Iker Guarrotxena

ট্রান্সফার উইন্ডো (Transfer window) খুলে গিয়েছে। চলছে দল বদল। কেউ বা এখন ফ্রি ফুটবলার। সম্প্রতি এমন এক ঘটনার কথা শোনা গিয়েছে যেটা হয়তো খুব একটা কেউ আশা করেননি। চলে যাচ্ছেন ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে অন্যতম জনপ্রিয় এক বিদেশি ফুটবলার।

Advertisements

সম্প্রতি সামাজিক মাধ্যমে জল্পনা চলছে, ক্লাবকে বিদায় জানাচ্ছেন Iker Guarrotxena। এফসি গোয়ার এই ফুটবলার নতুন ক্লাবে যাওয়ার বিমান ধরতে চলেছেন বলে খবর। ভারতে মাত্র একটি মরসুমের জন্য খেলেছিলেন। জাত চেনালেন মাঠে নামার পর থেকে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যা গোল করেছেন সেটা হয়তো অনেক স্ট্রাইকার কিংবা ফরোয়ার্ডের ক্ষেত্রেও করা সম্ভব হয় না। সব মিলিয়ে ৩০ বছর বয়সী এই ফুটবলার হয়ে উঠেছিলেন ফ্যান ফেভারিট।

এফসি গোয়ার হয়ে ২০২২-২৩ মরসুমে খেলেছিলেন প্রায় ২০ টি ম্যাচে, করেছিলেন দশটির বেশি গোল। শুধু ইকেরের খেলা নয়, মানুষ হিসেবেও সমান জনপ্রিয় হয়ে উঠেছিলেন স্পেনের এই ফুটবলার। মাঠে এবং মাঠের বাইরে ক্রমে হয়ে উঠেছিলেন সমর্থকদের প্রিয় পাত্র। তার দল ছাড়ার সিদ্ধান্তে অনেকেরই হয়তো মন খারাপ হবে। আপাতত ভারতের কোনো ক্লাবে খেলার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

Advertisements

<

p style=”text-align: justify;”>অতীতে নিজের সিনিয়র কেরিয়ারে খেলেছেন বেশ কিছু ক্লাবে। বিলবাও অ্যাথলেটিক এর হয়ে কাটিয়েছিলেন কেরিয়ারের অন্যতম সেরা সময়। নব্বইয়ের বেশি ম্যাচ খেলেছিলেন স্পেনের নামকরা এই ক্লাবে। আরও একটি বিষয় বেশ চোখে পড়ার মতো। প্রাপ্ত পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, প্রতি ক্লাবের হয়ে অন্তত কুড়িটি ম্যাচে নেমেছেন Iker Guarrotxena।