Transfer Window: চ্যাম্পিয়ন হতে বাংলার ফরোয়ার্ডের ওপর আস্থা রাখল ক্লাব

Gokulam Kerala FC

ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) লাগাতার চলছে দল বদল। ইন্ডিয়ান সুপার লীগের পাশাপাশি আই লীগের ক্লাবগুলো নিজেদের স্কোয়াড গুছিয়ে নিচ্ছে। আক্রমণভাগে লোক বাড়িয়েছে আই লীগের ক্লাব গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)।

ভারতীয় ফুটবলে এক প্রকার আচমকাই আলোচনায় উঠে এসেছিল গোকুলাম কেরালা। কম বাজেটের দল গড়েও পাল্লা দিয়েছিল এটিকে মোহন বাগানের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে। গত মরশুমে প্রত্যাশা মতো খেলতে পারেনি ক্লাব। হতে পারেনি চ্যাম্পিয়ন। তাই এবার আরও গুছিয়ে নেওয়া হচ্ছে স্কোয়াড।

   

আরও পড়ুন: Transfer Window: কলকাতায় আসছেন উজবেকিস্তানের ফুটবলার, যোগ দেবে এই দলে

সম্প্রতি ক্লাবের পক্ষ থেকে সই করানো হয়েছে বাংলার নামী ফরোয়ার্ডকে। তিনি আর কেউ নন, নরহরি শ্রেষ্ঠা। সামাজিক মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই সই সংবাদ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন