Transfer Window:আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকেই শুরু হতে চলেছে হিরো ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নতুন মরশুম। সেইমতো ঘর গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে টুর্নামেন্টের প্রত্যেকটি ক্লাব। এক্ষেত্রে এফসি গোয়ার পাশাপাশি বেঙ্গালুরু এফসির মতো দল গুলি শুরুতে সকলের থেকে অত্যন্ত সক্রিয় থাকলেও সময় এগোনোর সাথে সাথে সক্রিয়তা বাড়াতে থাকে অন্যান্য ক্লাব গুলি।
বিশেষ করে কলকাতার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলের অতি সক্রিয়তা যথেষ্ট নজর কেড়েছে সকলের। গত কয়েকদিন আগেই অজি বিশ্বকাপার জেসন কামিন্স কে সই করিয়েছে মোহনবাগান। তাছাড়াও আর্মান্দো সাদিকু ও অনিরুদ্ধ থাপার মতো ফুটবলারদেরকে ও দলে রাখায় অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে এই প্রধান। একইভাবে সাউল ক্রেসপো থেকে শুরু করে বোরহা হেরেরা ও দেশীয় তারকাদের মধ্যে নন্দকুমার শেখর কে টেনেছে ইস্টবেঙ্গল। তবে এদের থেকে খুব একটা পিছিয়ে নেই আইএসএল জয়ী ক্লাব চেন্নাইন এফসি।
গত কয়েকদিন আগেই জামশেদপুর এফসির বিদায়ী কোচ ওয়েন কোয়েলকে দলে ফিরিয়েছে চেন্নাইন। একটা সময় এই কোচের হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাব। তারপর থেকে আর কোনো বড় সাফল্য আসেনি তাদের। তবে এবার নিজেদের মেলে ধরতে মরিয়া চেন্নাইন এফসি। সেইমতো দলের কল্যাণে ও অদূর ভবিষ্যতের কথা মাথায় রেখে একাধিক তরুণ ফুটবলারদের সই করিয়েছে এই ক্লাব।
Machans, join us in welcoming Prateek Kumar and Sachu Siby to the Marina Arena 🤩💙#AllInForChennaiyin #WelcomeSachu #WelcomePrateek pic.twitter.com/BfBIjuOa1B
— Chennaiyin F.C. (@ChennaiyinFC) July 6, 2023
যাদের মধ্যে রয়েছেন গত মরশুমে লাল-হলুদ জার্সিতে খেলে যাওয়া ফুটবলার অঙ্কিত মুখার্জী। তবে এবার তাদের দলে সংযুক্ত হল আরও দুই তরুন ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন যথেষ্ট প্রতিভাবান গোলরক্ষক প্রতীক কুমার সিং ও ডিফেন্ডার সাচু সিবিকে।বলাবাহুল্য, একটা সময় এটিকের যুব দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এই প্রতীক কুমার সিং। মূলত চণ্ডীগড় নিবাসী হলেও দীর্ঘদিন খেলেছেন রামন বিজয়ন ফুটবল স্কুলে। অন্যদিকে কেরালার ফুটবলার সাচু সিবিকে কেরালা ইউনাইটেডের হয়ে জিতেছেন শিরোপা। এবার এই দুই তারকার উপর ভরসা রেখেই দল সাজাতে চায় চেন্নাইন।
<
p style=”text-align: justify;”>দলের সঙ্গে যুক্ত হতে পেরে প্রতীক বলেন, চেন্নাই দলের সঙ্গে যুক্ত হতে পেরে প্রচন্ড আনন্দিত। এবার নতুন সতীর্থদের পাশাপাশি দলের সকল সমর্থকদের সঙ্গে একটা ভালো মরশুম কাটানোর অপেক্ষায় রইলাম। পাশাপাশি সাচু সিবিকে বলেন, এই রকম একটি হেভিওয়েট দলের অংশ হতে পেরে আমি গর্বিত। অত্যন্ত গর্বের সাথে আমি এই দলের জার্সি পড়ে মাঠে নামবো।