Transfer window: সেন্ট্রাল কোস্টের এই উইঙ্গার আসতে পারেন ভারতে, কিন্তু কোন দলে?

Transfer window:  শেষ হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। যুবভারতীর বুকে খেতাব নিশ্চিত করেছে মুম্বাই সিটি এফসি। ত বে এই মরশুমটা একেবারেই সুবিধার যায়নি ওডিশা এফসির…

angel torres

Transfer window:  শেষ হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। যুবভারতীর বুকে খেতাব নিশ্চিত করেছে মুম্বাই সিটি এফসি। ত বে এই মরশুমটা একেবারেই সুবিধার যায়নি ওডিশা এফসির পক্ষে। গত বছর বেঙ্গালুরু এফসিকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হলেও এবার তা ফস্কে গিয়েছে। কলিঙ্গের বুকে খেতাব নিশ্চিত করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। মরিসিওর করা গোলেও রক্ষা হয়নি। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। সেই পরাজয় ভুলে এবারের আইএসএল জয় করাই অন্যতম লক্ষ্য ছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল দলের। কিন্তু সেখানেও আসেনি সাফল্য।

স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার তত্ত্বাবধানে দল প্লে-অফে কোয়ালিফাই করলেও আটকে যেতে হয়েছিল পরবর্তীতে। এফসি গোয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। যা কিছুতেই মেনে নিতে পারেননি সমর্থকরা। তবুও নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে নতুন মরশুমে সাফল্য পাওয়াই একমাত্র লক্ষ্য ওডিশা এফসির।

   

এক্ষেত্রে লোবেরার তত্ত্বাবধানে নতুন করে সেজে উঠতে চলেছে গোটা দল। এই সিজনে দলের ফরোয়ার্ড লাইনে রয়কৃষ্ণ অন্যতম ভরসা হলেও আগামী বছর আর তাকে দেখা যাবে না ওডিশা দলে। বলতে গেলে কলকাতায় ফিরতে মরিয়া ফিজির এই ম্যাজিশিয়ান। সেক্ষেত্রে তাকে নেওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের মতো ক্লাব।

এখন তার বিকল্প খোঁজাই শুরু করেছে ম্যানেজমেন্ট। সেজন্য এবার তাদের নজর গিয়ে পড়েছে অস্ট্রেলিয়ার দাপুটে ফুটবল দল সেন্ট্রালকোস্ট মেরিনার্সের দিকে। এই বছর এএফসি কাপ চ্যাম্পিয়ন হয়েছে এই ফুটবল দল। এবার সেই দল থেকেই খেলোয়াড় আনার পরিকল্পনা তাদের। এই দলের দাপুটে উইঙ্গার অ্যাঞ্জেল টোরেসকে নিতে চাইছে লোবেরার দল।

এবারের এ-লিগে পাশাপাশি ২৩টি অ্যাপিয়ারেন্সে পাশাপাশি ১৩ টি গোল এবং তিনটি অ্যাসিস্ট রয়েছে এই ফুটবলারের। আন্তর্জাতিক ক্ষেত্রেও যথেষ্ট ভালো থেকেছে তার পারফরম্যান্স। সেজন্য বছর চব্বিশের এই কলম্বিয়ান তারকাকে দলে নিতে বদ্ধপরিকর আইএসএলের এই ফুটবল ক্লাব।