Transfer Window: আইএসএলে নতুন দল পেল বঙ্গ তনয়

Transfer Window: নতুন দল পেলেন অঙ্কিত মুখার্জী। ইন্ডিয়ান সুপার লীগে (ISL) নিজের ভাগ্য পরীক্ষা করার আরও একটি সুযোগ পেলেন তিনি। রবিবার দুপুরে অঙ্কিতের নতুন দল পাওয়ার খবর প্রকাশ্যে এসেছে।

ankit mukherjee

Transfer Window: নতুন দল পেলেন অঙ্কিত মুখার্জী। ইন্ডিয়ান সুপার লীগে (ISL) নিজের ভাগ্য পরীক্ষা করার আরও একটি সুযোগ পেলেন তিনি। রবিবার দুপুরে অঙ্কিতের নতুন দল পাওয়ার খবর প্রকাশ্যে এসেছে।

কলকাতার ছেলে অঙ্কিত মুখার্জী। নিজের ঘরের মাঠে চুটিয়ে ফুটবল খেলেছেন বছরের পর বছর। আশা করা হয়েছিল ইস্টবেঙ্গলের হয়েও দারুণ কিছু করে দেখাবেন। বিগত দুটি মরসুমে লাল হলুদ শিবিরে ছিলেন অঙ্কিত। বেশ কিছু ম্যাচে খেলেছিলেন। কিছু ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেও বেশ কিছু ম্যাচে ছিলেন নিষ্প্রভ। অবশ্য দল হিসেবে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সুপার লীগে এখনও উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেনি। তবুও ঘরের ছেলের প্রতি ক্লাব সমর্থকদের প্রত্যাশা একটু বেশিই ছিল।

সিনিয়র কেরিয়ারের বেশিরভাগ সময় তিনি কলকাতার বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছিলেন। এবার যোগ দিয়েছেন চেন্নাইয়েন এফসিতে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই সই সংবাদ। এরিয়ান, মহামেডান স্পোর্টিং ক্লাব, এটিকে, এটিকে মোহন বাগান, ইস্টবেঙ্গল হয়ে এবার যোগ দিলেন দক্ষিণ ভারতের এই ক্লাবে। তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে চেন্নাইয়েন এফসি সম্প্রতি নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

রবিবার সিএফসির পক্ষ থেকে জোড়া সই এর খবর প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। দুটি সই রক্ষণভাগকে মজবুত করার জন্য এবং দুই ফুটবলারই তরুণ। একজন অঙ্কিত মুখার্জী অন্যজন বিজয় ছেত্রী। একুশ বছর বয়সী বিজয় সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেন। বয়স কম হলেও ভারতের বিভিন্ন ক্লাবের হয়ে ইতিমধ্যে মাঠে নেমেছেন। ইন্ডিয়ান অ্যারজ, চেন্নাই সিটি এফসি, রিয়াল কাশ্মীর, শ্রীনিডি ডেকানের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বিজয়ের দাদা অজয় ছেত্রী ইস্টবেঙ্গলের হয়ে কিছু ম্যাচ খেলেছিলেন।