Transfer Update: ইস্টবেঙ্গলে সোনার বুট জয়ী তারকা! গরম দলবদলের বাজার

Transfer Update: নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এখন জোরকদমে দল গোছাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। সেইমতো গত কয়েকদিন আগেই নন্দকুমার শেখর থেকে শুরু করে নিশু কুমার, হরমনজোত সিং খাবরা ও এমনকি মন্দাররাও দেশাইয়ের মতো তারকাকে চূড়ান্ত করেছে লাল-হলুদ শিবির।

Gurkiat Singh Join East Bengal

Transfer Update: নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এখন জোরকদমে দল গোছাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। সেইমতো গত কয়েকদিন আগেই নন্দকুমার শেখর থেকে শুরু করে নিশু কুমার, হরমনজোত সিং খাবরা ও এমনকি মন্দাররাও দেশাইয়ের মতো তারকাকে চূড়ান্ত করেছে লাল-হলুদ শিবির। এমনকি জাভিয়ের সিভেরিও থেকে শুরু করে বোরহা হেরেরার মতো বিদেশি ফুটবলার ও রয়েছে সেই দলে। তবে এবার এক দেশীয় ফরোয়ার্ডের খোঁজ চালাচ্ছে ইস্টবেঙ্গল। বিগত কয়েকদিন ধরে একাধিক নাম উঠে আসলেও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো নাম।

এক্ষেত্রে বেশ কিছুবার রহিম আলির নাম উঠে আসলেও এখনো পর্যন্ত থেকে গিয়েছে ধোঁয়াশা। এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করল নতুন নাম। তিনি গুরকিয়াত সিং। ভারতের অনূর্ধ্ব ২০ দলের হয়ে গতবার অনবদ্য পারফরম্যান্স ছিল এই পাঞ্জাবি তারকার। এমনকি জুনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্ট থেকে সোনার বুট ও জিতে এসেছেন এই তরুণ প্রতিভা। এখন নাকি মুম্বাই সিটি এফসির এই ফুটবলার ই রয়েছে ইমামি ম্যানেজমেন্ট। এবার তাকে টানতেই নাকি অল আউট ঝাঁপিয়েছে কলকাতার এই প্রধান। তাহলে কি আর আশা হবে না রহিমের?

   

বিশেষ সূত্র মারফত খবর, রহিম আলি কে ছাড়ার জন্য বিরাট অঙ্কের ট্রান্সফার ফি চাওয়া হয়েছে চেন্নাইন দলের তরফ থেকে। যা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল কে। তাই এই বাঙালি ফুটবলারের বিকল্প খুঁজতে শুরু করেছিল কলকাতার এই প্রধান। সেক্ষেত্রে তাদের নজর এখন এই গুরকিয়াতের দিকে।

বর্তমান পরিস্থিতি অনুযায়ী আগত ফুটবল মরশুমের জন্য এই তারকার কলকাতায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি। গত ২০২১ সালে মুম্বাই সিটি এফসির সঙ্গে যুক্ত হয়েছিলেন গুরকিয়াত। সেই থেকে এখনো রয়েছেন তাদের দলে। আগামী ২০২৪ সাল পর্যন্ত মুম্বাই দলের সঙ্গে যুক্ত থাকলেও চলতি বছরেই তাকে আনার পরিকল্পনা রয়েছে ইমামি ম্যানেজমেন্টের।