IBPS ক্লার্ক পদে নিয়োগে বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত

আপনি কি সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন! বিগত কয়েক বছর ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন! তাহলে এবার আপনার জন্য এলো সুখবর। ইনস্টিটিউট অফ…

আপনি কি সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন! বিগত কয়েক বছর ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন! তাহলে এবার আপনার জন্য এলো সুখবর। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের পক্ষ থেকে নিয়ে আসা হলো নিয়োগের বিজ্ঞপ্তি।

সম্প্রতি আইবিপিএস এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে আইবিপিএস ক্লার্ক পদে নিয়োগ করতে চলেছে সংস্থা। আমাদের দেশে যে সমস্ত সরকারি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তাদের সকলের জন্য নিয়োগের পরীক্ষা নিয়ে থাকে আই বি পি এস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। প্রত্যেক বছরই প্রায় কয়েক হাজার চাকুরি প্রার্থী নিয়োগ করে এই সংস্থা।

   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১ জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে জাতিগত শংসাপত্র থাকলে বয়সে ছাড় মিলবে। একই সাথে আরো বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের স্নাতক পাস হতে হবে।

আবেদন করার জন্য অসংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ৮৫০ টাকা তবে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় মিলবে। একই সাথে আরো বলা হয়েছে আবেদন করার জন্য প্রথমে আইবিপিএস এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তারপরে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করে আবেদন পত্র পূরণ করতে হবে। আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।