Mohun Bagan SG: সম্ভবত দল ছাড়ছেন মোহনবাগান অধিনায়ক প্রীতম

pritam kotal

গত মরশুম থেকেই এফসি গোয়ার তারকা ডিফেন্ডার আনোয়ার আলির দিকে নজর ছিল মোহনবাগানের (Mohun Bagan SG)। সেইমতো কথাবার্তা ও বহুদূর এগিয়ে নিয়ে যায় ম্যানেজমেন্ট। যতদূর জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই সবুজ-মেরুনে সই করবেন এই ফুটবলার। তবে সেখানেই শেষ নয়।

Advertisements

এবার বাগান কোচ হুয়ান ফেরেন্দোর নজর কেরালা ব্লাস্টার্স এফসি দলের আরেক তরুণ হরমিপাম রুইভার দিকে। আসন্ন মরশুমে এই ফুটবলার কে পেতে নাকি উঠে পড়ে লেগেছে মোহন ম্যানেজমেন্ট। তবে এক্ষেত্রে ট্রান্সফার ফি দেওয়ার পাশাপাশি নাকি সোয়াইপ ডিল করতে চায় মোহনবাগান।

বিশেষ সূত্র মারফত খবর, রুইভাকে দলে পেতে নাকি দলের বর্তমান অধিনায়ক প্রীতম কোটালকে ছাড়তে চায় বাগান ব্রিগেড। সেইজন্য এই চুক্তির জন্য নতুন করে আলোচনা শুরু হয়েছে দলের অন্দরে। আগামী ২০২৭ পর্যন্ত ইভান ভুকোমানোভিচের কেরালার সঙ্গে চুক্তি রয়েছে হরমিপাম রুইভার। তাই এই তারকা কে পেতে যে বিরাট অর্থ খরচ করতে হবে তা বলাই চলে। অন্যদিকে প্রীতম কোটালের মতো একজন দক্ষ ভারতীয় ডিফেন্ডার তথা দক্ষ অধিনায়ককে ছাড়তে আদৌ ফেরেন্দো রাজি হবেন কিনা সেই নিয়েও তৈরি হয়েছে সংশয়।

Advertisements

কিছু বছর আগে সাইয়ের ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন এই তারকা ফুটবলার। পরবর্তীতে সাই থেকে মিনার্ভা পাঞ্জাবের যুবদলে নিজের স্থান প্রতিষ্ঠা করেন এই তারকা। গত ১৮-১৯ মরশুমে পাঞ্জাবের এই যুব দলকে লিগ চ্যাম্পিয়ন করতে ও নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রুইভার। পরবর্তীতে ইন্ডিয়ান অ্যারোজ দলের হয়ে আইলিগ খেলার পর, মুম্বাই সিটি এফসি দলের হয়ে আত্মপ্রকাশ করেন হিরো আইএসএলে।

বছর খানেক পর গত ২০২১ মরশুমে যোগদান করেন কেরালা ব্লাস্টার্স এফসিতে। ভালো পারফরম্যান্সের জন্য তার সাথে চুক্তি বাড়িয়ে নেয় কেরালা। তবে হরমিপাম কে ছেড়ে প্রীতম কোটাল কে নিতে নাকি যথেষ্ট আগ্ৰহ রয়েছে ভুকোমানোভিচের। তাই উভয়পক্ষ রাজি হলে সবুজ-মেরুন জার্সি ছেড়ে কেরলে পাড়ি দিতে পারেন প্রীতম।