Transfer Update: রিয়াল কাশ্মীরে যোগদান করলেন এই সাদা-কালো তারকা

Shaher Shaheen

Transfer Update: চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে এবারের আইলিগ মরশুম। যেখানে প্রথম ম্যাচে শক্তিশালী রাজস্থান ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে রিয়াল কাশ্মীর ফুটবল দল। সেই ম্যাচ থেকেই শুরু হবে এবারের এই টুর্নামেন্ট। তারপর দ্বিতীয় ম্যাচে নিজেদের অভিযান শুরু করবে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব।

Advertisements

তবে তার আগে কাশ্মীর ম্যাচের দিকে নজর রয়েছে সকলের। গত ফুটবল মরশুমে ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৫ নম্বরে নিজেদের অভিযান শেষ করেছিল লামিনে মোরোর দল। তবে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ক্লাব।

তবে এই নয়া মরশুমে আর পুরোনো দলে থাকছেন না রিয়াল কাশ্মীর দলের গতবারের অধিনায়ক লামিনে মোরো। নয়া ফুটবল মরশুমে কলকাতার প্রধান দল মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে মাঠে দেখা যাবে তাকে। বলতে গেলে নিজের পুরোনো দলের বিপক্ষে খেলে জয় সুনিশ্চিত করাই একমাত্র লক্ষ্য থাকবে তাদের। এসবের মাঝেই দেখা গেল এবার উল্টো ছবি। এবার মহামেডান দল থেকে রিয়াল কাশ্মীর ফুটবল দলে যোগদান করলেন এক তারকা ফুটবলার। হ্যাঁ ঠিকই শুনছেন।

Advertisements

তিনি শাহীর শাহিন। গত ফুটবল মরশুমে সাদা-কালো দলের জার্সিতে মাঠ কাঁপিয়ে ছিলেন এই তারকা। তবে নতুন মরশুমে দল গঠনের সময় থেকেই কিছুটা হলেও উপেক্ষিত ছিলেন তিনি। শেষ পর্যন্ত শাহিনকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয় মহামেডান। যারফলে, নতুন মরশুমে খেলতে নামবেন কাশ্মীর দলের জার্সিতে।