Transfer Update: এবারের ট্রান্সফার মার্কেটে সাড়া ফেলে দিয়েছিল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। কোটি কোটি টাকা খরচ করে নিয়ে আসা হয়েছে ফুটবলার। বিশ্বকাপ খেলা খেলোয়াড় রয়েছেন স্কোয়াডে। ট্রান্সফার মার্কেটে মোহন তাণ্ডব দেখে অনেকে ভেবেছিলেন আরও বড় মাছ উঠবে সবুজ মেরুন তরীতে। ফুটবল প্রেমীদের আলোচনায় ভেসে উঠেছিল গ্রেগ স্টুয়ার্টের নাম। কেউ কেউ ভেবেছিলেন যে গ্রেগ স্টুয়ার্টকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে মোহন বাগান সুপার জায়ান্ট।
ইন্ডিয়ান সুপার লীগে খেলা অন্যতম সেরা বিদেশি ফুটবলারদের মধ্যে একজন গ্রেগ স্টুয়ার্ট। ভারতীয় ফুটবলে একাধিক নামকরা খেলোয়াড় এসেছেন, খেলেছেন। কিন্তু ভারতীয় ফুটবলে গ্রেগের মতো সাফল্য পেয়েছেন হাতেগোনা কয়েকজন খেলোয়াড়। মোহন বাগান সুপার জায়ান্ট যখন চমকের পর চমক দিচ্ছিল, তখন কেউ কেউ ভেবেছিলেন যে তাকে দলে নেওয়ার জন্য উৎসুক সঞ্জীব গোয়েঙ্কারা।
২০২১ সালে ভারতীয় ফুটবল মহলে প্রবেশ করেছিলেন গ্রেগ স্টুয়ার্ট। বার্মিংহাম সিটির প্রাক্তন এই ফুটবলারকে ভারতে নিয়ে এসেছিল জামশেদপুর ফুটবল ক্লাব। নতুন দলের জার্সিতে মানিয়ে নিতে খুব বেশি সময় নেননি গ্রেগ। ২০২১-২২ মরসুমে জামশেদপুর এফসির হয়ে জিতেছিলেন শিল্ড। হয়েছিলেন ইন্ডিয়ান সুপার লীগের সেরা ফুটবলার। ২০২২ সালে ডুরান্ড কাপে জিতেছিলেন গোল্ডেন বল। পরে যোগ দিয়েছিলেন মুম্বই সিটি এফসিতে। সেখানেও সাফল্য। আবারও শিল্ড জয়।
দল বদলের বাজারে এমন একজন ফুটবলারকে নিয়ে উৎসাহ থাকা অস্বাভাবিক নয়। কিন্তু মোহন বাগান সুপার জায়ান্ট সত্যি কি তাকে দলে নিতে চেয়েছিল? হয়তো না। মোহনবাগান এবং গ্রেগ স্টুয়ার্ট সম্পর্কে জল্পনা ভিত্তিহীন বলেই মনে করা হচ্ছে।