দল বদল সংক্রান্ত জল্পনা (Transfer Rumours) জোর পাচ্ছে প্রতিনিয়ত। বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ফুটবলারদের নিয়েও চলছে চর্চা। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি উঠতি ফুটবলারদের দলে নেওয়ার ব্যাপারেও একাধিক ক্লাব আগ্রহী।
East Bengal: সেমিফাইনালের আগে ছেলেদের উজ্জ্বীবিত করলেন বিনো
নামীদামী তারকাদের ভিড়ে অখ্যাত প্রতিভাবান ফুটবলাররা কর্মে জায়গা করে নিচ্ছেন দল বদল সংক্রান্ত আলোচনায়। আই লিগ খেলা এই তরুণ ভারতীয় ফুটবলারকে নিয়ে আলোচনা হচ্ছে খুব। Tangva Ragui -কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। নতুন কোনও ক্লাবে যোগ দিতে পারেন কুড়ি বছর বয়সী এই মিডফিল্ডার।
কে এই তাংভি রাগুই?
বছর কুড়ির তাংভি রাগুই মণিপুরের ফুটবলার। খেলেন মাঝমাঠে। এ বছর শেষ হওয়া আই লিগ মরসুমে খেলেছেন নেরোকে এফসির হয়ে। আই লিগে নেরোকে এফসি নিজেদের জায়গা ধরে রাখতে পারেনি। অবনমন হয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লিগ থেকে। নেরোকে দল হিসেবে খেলতে না পারলেও তাংভি রাগুই নিজের প্রতিভা প্রদর্শন করার মঞ্চকে কাজে লাগিয়েছেন।
Mohun Bagan: এখন কী করছেন মোহনবাগানের ‘ওয়ান্ডার কিড’? দেখে নিন আপডেট
ডুরান্ড কাপেও ক্লাবের হয়ে উল্লেখেযোগ্য ভূমিকা পালন করেছিলেন। মাঝমাঠের ফুটবলার হলেও আক্রমণ উঠে যাওয়ার প্রবণতা রয়েছে। দূর থেকে শট নেওয়ার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাব মণিপুরের এই তরুণ মিডফিল্ডারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী।