Sunday, December 7, 2025
HomeSports NewsTransfer Rumours: তিরি যাবেন কেরালা ব্লাস্টার্সে? জানুন সম্ভাবনা কতটা

Transfer Rumours: তিরি যাবেন কেরালা ব্লাস্টার্সে? জানুন সম্ভাবনা কতটা

- Advertisement -

সদ্য ইন্ডিয়ান সুপার লিগ জিতেছেন তিরি। এরপরেই তাঁকে ঘিরে প্রত্যাশা বাড়তে শুরু করেছে নতুন করে। তিরি আগামী দিনে কোন ক্লাবের হয়ে খেলবেন সে ব্যাপারে রয়েছে প্রশ্ন (Transfer Rumours)। কেরালা ব্লাস্টার্সে যোগ দিতে পারেন সম্প্রতি সময়ে ভারতে খেলা অন্যতম সেরা এই ডিফেন্ডার?

East Bengal: ইস্টবেঙ্গল প্লেয়ারদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ

   

তৃতীয়বারের জন্য ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি জিতেছেন তিরি। এটিকে, এটিকে মোহনবাগানের পর মুম্বই সিটি এফসির হয়েও আইএসএল সেরা হওয়ার স্বাদ পেয়েছেন তিনি। প্রাক্তন দলকে হারিয়ে ট্রফি জিতেছেন তিরি।

ফাইনাল ম্যাচ জেতার পর সোশ্যাল মিডিয়ায় তিরি লিখেছেন, ‘আমার প্রতি আস্থা রাখার জন্য মুম্বই সিটি এফসিকে ধন্যবাদ। আবার চ্যাম্পিয়ন করার জন্য ক্লাবের কাছে আমি কৃতজ্ঞ। টিমমেট ও ক্লাবের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। পরিবার সহ যারা আমার জীবনের অন্যতম কঠিন সময়ে পাশে ছিলেন তাদেরকে থ্যাঙ্ক ইউ।’

East Bengal: ইস্টবেঙ্গল প্লেয়ারদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ

কলকাতার ক্লাবের হয়েই নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। কিন্তু চোটের কারণে এক সময় ভারতে অনিশ্চিত হয়ে পড়েছিল তাঁর কেরিয়ার। মাঠে নেমে ক্রমে ফিরে পেয়েছেন নিজের চেনা ফর্ম। আবার জিতেছেন আইএসএল। এরপরেই প্রশ্ন, তিরি কি মুম্বই সিটি এফসি ছেড়ে বেছে নেবেন কেরালা ব্লাস্টার্সকে ? সোশ্যাল মিডিয়ায় এই জল্পনা রয়েছে। তবে আপাতত তেমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে না।0

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular