Transfer News: জেকসন সিংকে এবার নিতে মরিয়া তিন ফুটবল ক্লাব

Advertisements Transfer News:  জুলাইয়ের শেষের দিকেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। সেই টুর্নামেন্ট দিয়েই নতুন মরশুম শুরু করবে গোটা দেশের হেভিওয়েট দলগুলি। তারপরেই রয়েছে…

jeakson singh in action

Advertisements

Transfer News:  জুলাইয়ের শেষের দিকেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। সেই টুর্নামেন্ট দিয়েই নতুন মরশুম শুরু করবে গোটা দেশের হেভিওয়েট দলগুলি। তারপরেই রয়েছে আইএসএল থেকে শুরু করে সুপার কাপের মতো ফুটবল টুর্নামেন্ট। সেজন্য, অনেক আগে থেকেই নতুন মরশুমের জন্য দল গঠনের কাজে হাত দিয়েছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। নিজেদের দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশী ফুটবলারদের দিকেও বিশেষ নজর থেকেছে সকলের। বর্তমানে সময়ে দাঁড়িয়ে দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে সকলের।

বিজ্ঞাপন

তবে এখনো পর্যন্ত বেশকিছু দেশী ও বিদেশী ফুটবলারদের দিকে নজর রয়েছে ক্লাব গুলির। যাদের মধ্যে অন্যতম হল জেকসন সিং থুনওজাম। গত সিজনে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের হয়ে খেললেও এবার তাকে পাওয়ার জন্য অলআউট ঝাঁপিয়েছে আইএসএলের তিন ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টস এবং মুম্বাই সিটি এফসি। যতদূর জানা গিয়েছে, লাল-হলুদের তরফ থেকে প্রায় তিন বছরের চুক্তির প্রস্তাব পাঠানো হয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছে।

অপরদিকে, এই ফুটবলারের কাছে বিরাট অঙ্কের প্রস্তাব রয়েছে মুম্বাই এবং মোহনবাগানের তরফ থেকে। এখনো পর্যন্ত তিনি চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও মনে করা হচ্ছে এই দাপুটে ফুটবলারকে পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপারজায়ান্টস দল।