Advertisements

Transfer News: এই তারকা ফরোয়ার্ডকে ছাড়ল ওডিশা, কে আসবেন তার বদলে?

Pedro Martin

Transfer News: দিন কয়েক আগেই নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করেছে ওডিশা এফসি। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী মরশুমের জন্য দলের দায়িত্ব তুলে নিয়েছেন সার্জিও লোবেরা। তারপর থেকেই ধীরে ধীরে ভোল পাল্টাতে শুরু করেছে এবারের সুপার কাপ জয়ী দলের। গত মরশুমে অত্যন্ত দাপটের সাথে লড়াই করা একাধিক ফুটবলার কে দল থেকে ছাঁটাই করতে শুরু করেছেন লোবেরা। যাদের মধ্যে রয়েছেন সাউল ক্রেসপো থেকে শুরু করে ধনচন্দ্রের মতো একাধিক ফুটবলার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

Advertisements

যদিও ওডিশা ছাড়ার পড়েই সুযোগ বুঝে সাউল ক্রেসপোকে দলে তুলে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের তরফ থেকে এখনো ঘোষণা করা না হলেও তার আসার সম্ভাবনা নব্বই শতাংশ নিশ্চিত। কিন্তু সেখানেই শেষ নয়, ওডিশা দলে থাকা পেদ্রো মার্টিনসকে ও এবার ছেঁটে ফেলল জগন্নাথের রাজ্য। একটা সময় লা লিগায় খেলেছিলেন তিনি। তবে ভারতে এসে গত আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম হননি পেদ্রো। মোট ২০টি ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ৩টি। সঙ্গে রয়েছে ১টি অ্যাসিস্ট। যা এককথায় খুবই হতাশাজনক। সেই কারনেই হয়ত তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওডিশা ম্যানেজমেন্ট।

অন্যদিকে, বেঙ্গালুরু এফসিকে হারিয়ে এবারের সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে দিয়াগো মরিসিওরা। যারফলে, এএফসি কাপে খেলার ছাড়পত্র উঠে এসেছে তাদের হাতে। সেকারনে, আইএসএলের পাশাপাশি এএফসি কাপে সফল হওয়ার লক্ষ্য নিয়েই এবার দলকে ঢেলে সাজাতে চাইছেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা।

Advertisements
Advertisements