Transfer News : এটিকে মোহন বাগানের এই ফুটবলারের দল বদল করা প্রায় নিশ্চিত

Transfer News : আগামী মরশুমে হয়তো থাকছেন না এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) স্কোয়াডে। কলকাতা থেকে ওড়িশায় যেতে পারেন মাইকেল সুসাইরাজ (Michael Soosairaj)। তাঁর…

ATK Mohun Bagan

Transfer News : আগামী মরশুমে হয়তো থাকছেন না এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) স্কোয়াডে। কলকাতা থেকে ওড়িশায় যেতে পারেন মাইকেল সুসাইরাজ (Michael Soosairaj)। তাঁর দল বদল করার সম্ভাবনা ক্রমে জোরালো হয়েছে বলে মনে করা হচ্ছে।

মাইকেল সুসাইরাজের ফুটবল স্কিল বা দক্ষতা নিয়ে কখনও প্রশ্ন ওঠেনি। অল্প সময়ে ভারতীয় ফুটবল মহলে নিজেকে চিনিয়েছেন। আবার দ্রুত চলে গিয়েছেন প্রচারের আলোকের বাইরে। যার অন্যতম কারণ চোট সমস্যা। ফিটনেসের কারণে বারংবার ছিটকে গিয়েছেন প্রথম একাদশের বাইরে। নতুন মরশুম শুরু হওয়ার আগেও সুসাইরাজের ফিটনেস নিয়ে একটু হলেও আশঙ্কা ছিল ফুটবল প্রেমীদের মনে।

   

আরও পড়ুন: Yuma Suzuki ATKMB : উইলিয়ামসের পরিবর্তে কলকাতায় ‘জাপানি বোমা’!, জানুন এই জল্পনার সত্যতা

জানা গিয়েছে মাইকেল সুসাইরাজ এখন একেবারে ফিট। নামে নেমে ম্যাচ খেলতে সমস্যা হওয়ার কথা নয়। এই খবর প্রকাশ্যে আশার পরেই তাঁর দল বদল করার সম্ভাবনা জোর পেয়েছে। মনে করা হচ্ছে, এটিকে মোহন বাগান থেকে তিনি যোগ দিতে পারেন ওড়িশা ফুটবল ক্লাবে।

Advertisements

২০১৬ থেকে ২০১৮ মরশুমে চেন্নাই সিটির হয়ে মাইকেল নজর কেড়েছিলেন। খেলেছিলেন প্রায় তিরিশটি ম্যাচ। করেছিলেন একাধিক গোল। পরে জামশেদপুর হয়ে এসেছিলেন কলকাতায়। এটিকে এবং পরে এটিকে মোহন বাগানে তিনি ছিলেন।

২০১৯-২০ তে এটিকের হয়ে বেশ কিছু ম্যাচে মাঠে নেমেছিলেন। গোল করেছিলেন একাধিক। পরে তাঁর ম্যাচ টাইম ক্রমে কমে আসে। সেই সঙ্গে চোট সমস্যা। পরের দু’টি বছর হাতেগোনা কয়েকটি ম্যাচে তাঁকে মাঠে দেখা গিয়েছে।