আবারও বড় সুযোগ (Transfer News) পেলেন মাইকেল সুসাইরাজ (Michael Soosairaj)। এক সময় ভারতের সেরা উঠতি ফুটবলারদের মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হতো তাঁকে। ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবে ছিলেন। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সেভাবে।
Marko Leskovic: ভারতের ক্লাবে খেলে বড় সুযোগ পেলেন এক ফুটবলার
মাইকেল সুসাইরাজের স্কিল চোখে পড়ার মতো। কিন্তু চোট সমস্যা তাঁকে ভুগিয়েছেন বারংবার ,ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবে ধারাবাহিকভাবে সুযোগ পেলেও গেম টাইম পাননি সেভাবে। ২০১৮-১৯ মরসুমে জামশেদপুর এফসির হয়ে বেশ কিছু ম্যাচে অংশ নিয়েছিলেন। করেছিলেন একাধিক গোল। এরপরের মরসুমে যোগ দিয়েছিলেন এটিকে-তে। প্রায় কুড়িটি ম্যাচ খেলেছিলেন লাল সাদা ব্রিগেডের হয়ে। করেছিলেন কিছু গোল।
Soosairaj is now Malabarian! 🔴⚫️We’re thrilled to welcome Michael Soosairaj to Gokulam Kerala FC. Get ready for an exciting season ahead! 💪⚽️
#WelcomeSoosairaj #Malabarians #GokulamKeralaFC #NewSigning pic.twitter.com/MYYeJhBfT0
— Gokulam Kerala FC (@GokulamKeralaFC) June 22, 2024
এটিকে’র পর এটিকে মোহনবাগানেও ছিলেন। সবুজ মেরুন শিবিরে ছিলেন পরপর দুই মরসুম। আচমকা কেরিয়ার গ্রাফের পতন। দুই মরসুম মিলিয়ে সুযোগ পেয়েছিলেন হাতেগোনা কয়েকটি ম্যাচে। ২০২০-২২ মরসুমে কলকাতার ক্লাবে থাকার পর যোগ দিয়েছিলেন ওডিশা এফসিতে। সেখানেও বেশিরভাগ সময় কাটিয়েছিলেন মাঠের বাইরে।
ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া বধ! একের পর এক চমক দেখাচ্ছে আফগানিস্তান
ওডিশার ক্লাবটিতে ছিলেন দু’টি মরসুম। খেলেছিলেন নামমাত্র ম্যাচে। এরপরেই ধরে নেওয়া হয়েছিল নতুন কোনও দলে যোগ দিতে পারেন তিনি। সম্ভাবনা সত্যি করে দল বদল করেছেন মাইকেল সুসাইরাজ। যোগ দিলেন গোকুলাম কেরালা এফসিতে।
বিগত কয়েক মরসুমে ভারতীয় ফুটবলে সাফল্য পেয়েছে গোকুলাম কেরালা এফসি। দু’বার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে দল। কেরালা প্রিমিয়ার লিগেও পেয়েছে সাফল্য। ডুরান্ড কাপ , ইন্ডিপেন্ডেন্স কাপেও সেরা হয়েছিল গোকুলাম কেরালা এফসি।