Transfer News | আজ বিকেলে রেনবো এফসির বিরুদ্ধে মাঠে নেমে প্রিমিয়ার ডিভিশনের যাত্রা শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। প্রথম ম্যাচ গত ১০ তারিখ ওয়েস্টবেঙ্গল পুলিশের বিপক্ষে খেলার কথা থাকলেও বিবিধ কারনে পিছিয়ে গিয়েছে সেই ম্যাচ।
তবে মরশুম শুরু করার আগেই ট্রায়াল থেকে একঝাঁক তরুণ ফুটবলারদের দলে টেনেছে কলকাতার এই প্রধান। যেখানে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভিন রাজ্যের একাধিক ফুটবলার কে ও সুযোগ করে দেওয়া হয়েছে এবার। যাদের মধ্যে রয়েছেন মনিপুরের ১৯ বছরের ডিফেন্ডার বুনান্দ সিং থেকে শুরু করে গোলকিপার রনিত সরকার, অভিষেক কুঞ্জম ও প্রনব মন্ডবির মতো ফুটবলার।
উল্লেখ্য, গত কয়েক মাস আগেই নিজেদের সিনিয়র ও জুনিয়র দল থেকে একাধিক ফুটবলারদের রিলিজ করে দিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। যারফলে, নতুন ফুটবলার নিতে স্বাভাবিকভাবেই ট্রায়ালের আয়োজন করা হয়েছিল যুবভারতীর প্রাকটিস মাঠে। সেখান থেকেই উঠে আসতে থাকে একাধিক প্রতিভা। যাদের মধ্যে রয়েছেন রিলায়েন্স ফাউন্ডেশনের সফল তারকা তথা বুনান্দ সিং। পাশাপাশি সুযোগ পেয়েছেন প্রনব মন্ডবি, অভিষেক কুঞ্জম সহ রামকৃষ্ণ মিশন ফুটবল অ্যাকাডেমির একাধিক খেলোয়াড়। এবার তাদের কে স্কোয়াডে রেখে কলকাতা লিগ সহ অন্যান্য টুর্নামেন্ট গুলিতে দল নামাতে চলেছে ইস্টবেঙ্গল।
তাছাড়া চোটের সমস্যায় ভুগতে হচ্ছে দলের হয়ে রিলায়েন্স ডেভলপমেন্ট লিগ খেলে আসে একাধিক ফুটবলারকে। মূলত পায়ের গোড়ালির চোটের জন্য আপাতত দেড় মাস মাঠের বাইরে থাকতে হবে দলের ভরসাযোগ্য ফুটবলার রোশল কে। এক সমস্যা দলের আরেক ফুটবলার মহিতোষ রাজবংশীর। তাছাড়া চিকেন পক্সের জন্য আপাতত বাইরে জেসিন টিকে। যারফলে নতুন করে দল গঠন করার পাশাপাশি স্কোয়াড তৈরির ক্ষেত্রে দেখা দিয়েছিল সমস্যা। এবার এই নতুন প্রতিভাদের সামনে রেখেই সাফল্য পেতে চাইবে জুনিয়র দলের কোচ বিনো জর্জ।


