Transfer News: দলের আক্রমণভাগে জোড়া ‘বুলেট’

জোর কদমে চলছে দল গোছানোর বাজার। ইন্ডিয়ান সুপার লীগের দলগুলোর পাশাপাশি আই লীগের দলগুলো নিজেদের গুছিয়ে নেওয়ার কাজে লেগে পড়েছে পুরো দমে।

Fahad Temuri and Vinil Poojary

জোর কদমে চলছে দল গোছানোর বাজার। ইন্ডিয়ান সুপার লীগের দলগুলোর পাশাপাশি আই লীগের দলগুলো নিজেদের গুছিয়ে নেওয়ার কাজে লেগে পড়েছে পুরো দমে। ট্রান্সফার মার্কেটে অন্যতম সক্রিয় দল হিসেবে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে দিল্লি ফুটবল ক্লাব। ইতিমধ্যে এক ঝাঁক খেলোয়াড়কে দলে নিশ্চিত করেছে তারা। একই দিনে জোড়া সই সংবাদও দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

Advertisements

সম্প্রতি এক সঙ্গে একাধিক ফুটবলারকে সই করানোর খবর দিল্লির এই পেশাদার ফুটবল ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সই নিশ্চিত করা হয়েছে দুই তরুণ খেলোয়াড়ের। দুজনেই আক্রমণভাগে খেলা তৈরি করার ব্যাপারে দক্ষ। দিল্লি ফুটবল ক্লাবে আগামী মরসুমের জন্য নিশ্চিত হওয়া ফুটবলারদের তালিকায় রয়েছেন – Fahad Temuri এবং Vinil Poojary। ভিনিল পুজারিকে আক্রমণভাগের বুলেট বলে সম্বোধন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

ফাহাদের বয়স মাত্র ১৮ । কিন্তু ইতিমধ্যে নিজের খেলার দক্ষতার জোরে বেশ সুনাম অর্জন করেছেন। যুব স্তরের ফুটবলে প্রচুর গোল রয়েছে এই তরুণের নামের পাশে। মাঠের বাম প্রান্ত বরাবর দৌড়তে বেশ পারদর্শী তিনি।

https://twitter.com/Delhi_FC/status/1674774949138137088?s=20

অন্য দিকে ভিনিল পুজারি ভারতীয় ফুটবল সম্পর্কে বেশ কিছুটা অভিজ্ঞতা ইতিমধ্যে সঞ্চয় করেছেন। সিনিয়র পর্যায়ে খেলেছেন বেশ কিছু ক্লাবে। ইনিও উইং বরাবর খেলতে বেশি পছন্দ করেন। ওজোন, চার্চিল ব্রাদার্স, জামশেদপুর বি টিম, বেঙ্গালুরু ইউনাইটেডের হয়ে ইতিপূর্বে খেলেছেন।