Transfer News: জামশেদপুর এফসির দাপুটে ফুটবলারকে দলে টানতে মরিয়া চেন্নাইয়িন

Transfer News: বর্তমানে প্রায় শেষের পথে আইএসএল মরশুম। যেখানে একের পর এক শক্তিশালী ফুটবল দলকে পরাজিত করে প্লে-অফের টিকিট ছিনিয়ে নিয়েছে চেন্নাইয়িন এফসি। তবে এখন…

pc laldinpuia

Transfer News: বর্তমানে প্রায় শেষের পথে আইএসএল মরশুম। যেখানে একের পর এক শক্তিশালী ফুটবল দলকে পরাজিত করে প্লে-অফের টিকিট ছিনিয়ে নিয়েছে চেন্নাইয়িন এফসি। তবে এখন থেকেই নতুন ফুটবল মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকে। ঘর গোছানোর জন্য নিজেদের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি নয়া বিদেশি ফুটবলারদের দিকেও নজর রয়েছে ক্লাবগুলির।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে নিজেদের বিদেশি ফুটবলার রায়ান এডওয়ার্ডের সঙ্গে নাকি চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। আসলে এই মরশুমে দলের জার্সিতে যথেষ্ট সক্রিয় রয়েছেন এই বিদেশী সেন্টার ব্যাক। দলের পারফরম্যান্স খুব একটা সুবিধাজনক না থাকলেও এই ফুটবলারের সঙ্গে হয়তো চুক্তি বাড়ানোর কথাই ভাবতে পারে দক্ষিণের এই ফুটবল দল।

সেক্ষেত্রে আগামী মরশুমে এমন দাপুটে ফুটবলারকে সামনে রেখেই ঘর গোছাতে পারেন ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি। তবে সেখানেই শেষ নয়। নতুন মরশুমের জন্য খেলোয়াড় খোঁজার কাজ ও শুরু করেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। যারমধ্যে উঠে এসেছে ‌দুই বাগান তারকা তথা কিয়ান নাসিরি এবং নামতের কথা।

এই মরশুমে সবুজ-মেরুন জার্সিতে যথেষ্ট সক্রিয় থেকেছেন এই দুই ফুটবলার। আগামী মরশুমে তাদের দলে নিতে আগ্ৰহী দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটা দূর। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত না হলেও কিছু সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।

এবার উঠে আসছে জামশেদপুর এফসির দাপুটে ডিফেন্ডার পিসি লালদিনপুইয়ার নাম। এই সিজনে যথেষ্ট সক্রিয় থেকেছেন তিনি। সেজন্য, আগামী মরশুমে তাকে দলে নিতে চাইছে চেন্নাইয়িন এফসি। চলতি মাসের মে মাস পর্যন্ত দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি। এরপরেই তাকে দলে টানতে চাইছে ওয়েন কোয়েলের ফুটবল দল।