চমক এখনও বাকি। ট্রান্সফার (Transfer News) উইন্ডো খোলা রয়েছে। দেশ বিদেশ থেকে দল বদলের খবর আসছে অহরহ। ইন্ডিয়ান সুপার লিগ খেলতে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফুটবলাররা। সব ঠিক থাকলে আসন্ন মরসুমে ভারতীয় ক্লাবের হয়ে খেলতে দেখা যেতে পারে বার্সেলোনার বিরুদ্ধে জয়লাভ করা দলের এক ফুটবলারকে।
বড় সই সংবাদ দিতে পারে কেরালা ব্লাস্টার্স। রক্ষণভাগকে মজবুত করার জন্য ইয়েলো আর্মি চূড়ান্ত করতে পারেন আলেকজান্দ্রে কোয়েফ (Alexandre Coeff) নামের এক ফরাসি ফুটবলারকে। চুটিয়ে লা লিগা খেলেছেন। বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচে পেয়েছেন জয়। আলেকজান্দ্রে তখন গ্রানাডার ফুটবলার।
২০১৪ সালের লা লিগার সেই ম্যাচে বার্সেলোনার বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করেছিল গ্রানাডা। সেস ফ্যাব্রিগাস, নেইমার দি সিলভা স্যান্টস জুনিয়র, লিওনেল মেসি, আন্দ্রে ইনিয়েস্তারা মাঠে থেকেও বার্সার হয়ে গোল মুখ খুলতে পারেননি এই ম্যাচে। গ্রানাডার এই ঐতিহাসিক ম্যাচে মাঠে ছিলেন আলেকজান্দ্রে কোয়েফ।
২৯ জুলাই কাদের সম্মানিত করছে মোহনবাগান? জানুন
View this post on Instagram
কোয়েফের ফুটবল প্রোফাইল বেশ চোখে পড়ার মতো। ৬ ফুট দীর্ঘ এই ফুটবলার খেলেছেন একাধিক নামকরা ক্লাবের হয়ে। লেন্স, গ্রানাডা, উদিনেসে, ম্যালোরকার মতো ক্লাবের হয়ে মাঠে নেমেছেন। খেলেছেন ফ্রান্সের বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে। ফ্রান্সের যুব দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। ফ্রান্সের মূল জাতীয় দলে অবশ্য খেলা হয়নি।
সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, কেরালা ব্লাস্টার্স এই ফুটবলারকে ইতিমধ্যে চূড়ান্ত করেছে। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনও কিছু ঘোষণা করা হয়নি। সম্প্রতি ফ্রান্সের কায়েন নামের একটি ক্লাবের হয়ে খেলেছেন ৩২ বছর বয়সী আলেকজান্দ্রে কোয়েফ।
CFL 2024: হ্যাটট্রিক করলেন বাংলার ফরোয়ার্ড
Here we go! Kerala Blasters have completed the signing of 32 year old French Defender Alexandre Coeff#IFTNM #KBFC pic.twitter.com/cBlmRdA7iM
— Indian Football Transfer News Media (@IFTnewsmedia) July 19, 2024