Monday, December 8, 2025
HomeSports NewsEast Bengal: হায়দরাবাদ থেকে এই তারকা মিডফিল্ডারকে আনতে চায় লাল-হলুদ

East Bengal: হায়দরাবাদ থেকে এই তারকা মিডফিল্ডারকে আনতে চায় লাল-হলুদ

- Advertisement -

আগামী মরশুমের জন্য স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের উপর ভরসা রেখেই নিজেদের পুরোনো ছন্দে ফিরতে চাইছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। শুধুমাত্র কোচ চূড়ান্ত করাই নয়, আগামী মরশুমের কথা মাথায় রেখে ঘর গোছানোর কাজ ও শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ।

সেজন্য ওডিশা, চেন্নাইন ও মুম্বাই সিটি এফসির একাধিক খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে ম্যানেজমেন্ট। যাদের মধ্যে নন্দকুমার শেখর, থেকে শুরু করে ভান্সপাল দলে নিশ্চিত। তবে সেখানেই শেষ নয়।

   

গতমাস থেকেই হায়দরাবাদ এফসির দাপুটে স্ট্রাইকারের দিকে নজর পড়েছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। তিনি জাভিয়ের সিভেরিও। শোনা যাচ্ছে, এবার তাকেই নাকি পছন্দ হয়েছে লাল-হলুদের। সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটা দূর। গত দুই ফুটবল মরশুম মিলিয়ে প্রায় ৪০ বেশি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ১২টির বেশি গোল ও করেছেন দলের জার্সিতে। এটিকে মোহনবাগান থেকে শুরু করে ইমামি ইস্টবেঙ্গল, উভয়ের বিপক্ষেই গোল করার রেকর্ড রয়েছে এই তরুণ ফুটবলারের। কিন্তু তিনি একানন।

এবার হায়দরাবাদ এফসির এক তারকা মিডফিল্ডারের দিকে ও নজর পড়েছে লাল-হলুদ ব্রিগেডের। তিনি বোরহা হেরেরা। গত ফুটবল মরশুমে বন্ধু সিভেরিওর সাথে হায়দরাবাদে খেলেছিলেন তিনি। জানা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আগামী ফুটবল মরশুমে ক্লেটনদের সাথেই মাঠে থাকতে পারেন বোরহা। যতদূর জানা গিয়েছে, তার সঙ্গে নাকি কথাবার্তা অনেকটাই পাকা হয়ে গিয়েছে এবার শুধু তার সই করার অপেক্ষা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular