MS Dhoni Fan: আত্মহত্যা করলেন ধোনির একনিষ্ঠ ভক্ত

Gopi Krishnan and his family in Arangur, Tamil Nadu

২০২০ সালে খবরের শিরোনামে থাকা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এক ভক্ত (MS Dhoni Fan) বৃহস্পতিবার আত্মহত্যা করেছেন। ধোনির এই ভক্ত নিজের বাড়িকে চেন্নাই সুপার কিংসের হলুদ রঙে রাঙিয়ে তাতে ‘হোম অফ ধোনি ফ্যান’ লিখেছিলেন।

Advertisements

২০২০ সালে ভাইরাল হয়েছিলেন ধোনির এই ভক্ত। তামিলনাড়ুর আরাঙ্গুরের ওই বাড়িতেই পাওয়া গিয়েছে ধোনির এই ভক্তের মৃতদেহ। ধোনির এই ভক্তের নাম ছিল গোপী কৃষ্ণন। রামথামের পুলিশ আধিকারিক ইংরেজি সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, এই ঘটনায় পুরনো শত্রুতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে চারটে নাগাদ আত্মহত্যা করেন ৩৪ বছরের কৃষ্ণন।

কৃষ্ণনের ভাই রাম থান্থি টিভিকে বলেন, তার ভাইয়ের সঙ্গে পাশের গ্রামের কিছু লোকের টাকা পয়সা নিয়ে বিবাদ চলছিল। কৃষ্ণনের সাথে সম্প্রতি ধস্তাধস্তি হয়েছিল যাতে তিনি আহত হন। রামনাথম পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।

Advertisements

তিনি যখন সিএসকে-র রঙে বাড়িটি এঁকেছিলেন এবং ধোনির নামে নামকরণ করেছিলেন তখন পুরো পরিবার তাঁর পাশে ছিল। তিনি তার ভাইরাল ভিডিওতে পুরো পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। কৃষ্ণনের ভাইরাল ভিডিও পৌঁছে যায় ধোনির কাছে। ধোনি যখন দেখলেন কৃষ্ণন তাঁর বাড়ির হলুদ রঙে রং করে বাড়ির নামকরণ করেছেন, তখন তিনি খুব খুশি হয়েছিলেন। তিনি এটির প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে এটি দুর্দান্ত ব্যাপার।