মোহনবাগানকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে ‘অ্যাসিস্ট মাস্টার’ আলভেস

প্রকাশিত হয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ‘টু’-এর গ্ৰুপ। মোহনবাগান সুপার জায়ান্ট গ্ৰুপ ‘এ’-তে (Mohun Bagan AFC Group A) রয়েছে। মোট চারটি দল রয়েছে একটি গ্ৰুপে। অর্থাৎ…

tractor sc footballer ricardo alves can be a threat for mohun bagan sg in afc competition

প্রকাশিত হয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ‘টু’-এর গ্ৰুপ। মোহনবাগান সুপার জায়ান্ট গ্ৰুপ ‘এ’-তে (Mohun Bagan AFC Group A) রয়েছে। মোট চারটি দল রয়েছে একটি গ্ৰুপে। অর্থাৎ মোহনবাগানকে তিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে হবে।

   

‘বিচার চাই আরজি করের…’, সংহতির ডার্বিতে ‘প্রতিবাদ’ বাগান সমর্থকের

মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ‘এ’ গ্ৰুপে রয়েছে ইরানের ট্রাক্টর এফসি (Tractor FC)। ট্রাক্টর এফসি এশিয়ান ফুটবলে বেশ জনপ্রিয় নাম। নিজেদের দেশের অন্যতম ধারাবাহিক ফুটবল ক্লাব। ইরানের জাতীয় দলের একাধিক ফুটবলার রয়েছেন ট্রাক্টর এফসি-তে। স্কোয়াডের বেশিরভাগ ফুটবলার ইরানের। বিদেশি ফুটবলার হিসেবে রয়েছেন রিকার্ডো আলভেস (Ricardo Alves)।

পর্তুগালের এই ফুটবলার ট্রাক্টর এফসির অন্যতম চালিকা শক্তি। আক্রমণ ও মাঝমাঠে সৃজনশীল ফুটবল খেলার জন্য তিনি পরিচিত। রিকার্ডো আলভেসকে বলা হয় ‘অ্যাসিস্ট মাস্টার’। ২০২২ সাল থেকে ইরানের ট্রাক্টর এফসির হয়ে খেলছেন। পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে এক সময় ধারাবাহিকভাবে খেলেছিলেন। ক্লাব কেরিয়ারের বেশ কিছু ক্লাবের হয়ে খেলেছেন। ট্রাক্টর এফসির হয়ে পঞ্চাশের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে রিকার্ডোর। রিকার্ডো আলভেস মূলত মিডফিল্ডার হিসেবে খেলেন। তবে খেলা তৈরি করার কাজে তাঁর বিশেষ মুন্সিয়ানা রয়েছে। অন্যকে দিয়ে যেমন গোল করাতে পারেন, তেমন নিজেও করেছেন একাধিক গোল।

আরজি কর কাণ্ডের বিরুদ্ধে গর্জন রাজ্যজুড়ে, ধিক্কার KKR অধিনায়কের

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tractor F.C. (@tractorclub1970)

রিকার্ডো আলভেসকে ‘অ্যাসিস্ট মাস্টার’ বলার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। ২০২২-২৩ ও ২০২৩-২৪, পার্সিয়ান গালফ প্রো লিগের এই দুই মরসুমে সবথেকে বেশি গোলের পাস্ তিনিই বাড়িয়েছেন। একই গ্ৰুপে থাকার সুবাদে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধেও খেলতে পারেন এই পর্তুগিজ।