Touching Tribute: প্রীতমের বিদায়ের দিনে বাগান সমর্থকদের মনে করিম-কথা

Karim Bencherifa

Touching Tribute: সবুজ মেরুন তাঁবু থেকে বিদায় নিচ্ছেন প্রীতম কোটাল (Pritam Kotal)। মোহনবাগান সমর্থকদের প্রিয় ক্যাপ্টেনের প্রস্থান সংবাদে অনেকের মন ভারাক্রান্ত। এটাই যে ফুটবল মাঠ, আধুনিক পেশাদার ফুটবল মাঠ। দলের ভবিষ্যতের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিয়েছেন মোহন বাগান সুপার জায়ান্টের কর্তারা।

প্রীতমের জায়গায় বাগানে আসবেন ভারতীয় ফুটবলে আগামী দিনের সম্ভাব্য তারকা। এই দল বদল কতটা ইতিবাচক হবে সেটা আগামী দিনে জানা যাবে। আপাতত প্রীতম যে লেগ্যাসি পিছনে ফেলে যাচ্ছেন সে ব্যাপারে আলোচনা শুরু করেছেন মোহনবাগান সমর্থকরা। পেশাদার ফুটবলার হিসেবে প্রীতমের এই উত্থান, মোহনবাগানের সঙ্গে তার যোগ, করিম বেঞ্চারিফা না থাকলে হতো কি না বলা মুশকিল। ভারতীয় ফুটবলের অন্যতম সফল বিদেশি কোচ মরক্কোর করিম বেঞ্চারিফা।

   

প্রীতমের প্রতিভা চিনতে ভুল করেননি তিনি। ২০১৩-১৪ মরসুমে বঙ্গ তনয়কে মোহন তাঁবুতে নিয়ে এসেছিলেন করিম। সেই থেকে মোহনবাগানের সঙ্গে প্রীতমের যোগ। সবুজ মেরুন শিবিরে তখন একের পর এক তারকা। ফর্মে থাকা ওডাফা অনিয়েকা ওকোলি, শিল্টন পাল, কটসুমি ইউসারা তখন বাগান সমর্থকদের নয়নের মণি। প্রীতম বয়সে তখন তরুণ। লম্বা, ছিপছিপে চেহারার একজন।

২০১৩ সালে থেকে ২০১৭, টানা চার বছর ছিলেন মোহনবাগানে। পরে অন্য দলে গিয়েছিলেন। আবার ফিরেছেন কলকাতায়। আবারও পরেছেন সবুজ মেরুন জার্সি। প্রীতম এখন তারকা। দেশের অন্যতম সেরা ডিফেন্ডার। মোহনবাগান সমর্থকদের অধিনায়ক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন