অনিশ্চিত শ্রেয়স ! অস্ট্রেলীয় সফরে জায়গা পেতে পারেন এই তিন ব্যাটার

চলতি ভারত- বাংলাদেশ সিরিজে জায়গা মেলেনি। বুচিবাবু টুর্নামেন্টে একদমই ফর্মে ছিলেন না মহারাষ্ট্রের ব্যাটার। এছাড়াও চলতি দলীপেও ইন্ডিয়া ডি টিমের হয়ে খুব একটা আহামরি কিছু…

Top 3 Duleep Trophy 2024 Batters Who Could Earn India Call-Up for IND vs AUS Series

চলতি ভারত- বাংলাদেশ সিরিজে জায়গা মেলেনি। বুচিবাবু টুর্নামেন্টে একদমই ফর্মে ছিলেন না মহারাষ্ট্রের ব্যাটার। এছাড়াও চলতি দলীপেও ইন্ডিয়া ডি টিমের হয়ে খুব একটা আহামরি কিছু করতে পারেননি শ্রেয়স আইয়ার। সবমিলিয়ে এই ‘অফ-ফর্মের’ জন্য নির্বাচকদের নজর থেকে আপাতত বাইরেই রয়েছেন ভারতের তারকা ব্যাটার। তবে শ্রেয়স সাফল্য না পেলেও দলীপে ব্যাট হাতে সাফল্য পেয়েছেন অনেকেই। অনন্তপুরের বাউন্সি উইকেটেও রানের পাহাড় গড়েছেন অনেক ব্যাটার। যার ফলে তাঁদের দলীপ ট্রফির পারফরম্যান্স দেখে অনেকেই ক্রিকেটবোদ্ধারাই মনে করছেন অস্ট্রেলিয়ার মাঠে রোহিত-বিরাটদের পাশাপাশি এই ব্যাটাররাও পেস এবং বাউন্সি উইকেটে বড় রান করার ক্ষমতা রাখেন। আর এই মুহূর্তে শ্রেয়স আইয়ারের বিকল্প হিসাবে বর্ডার-গাভাসকার ট্রফিতে দলীপের সেরা ব্যাটারদেরই ‘চোখে’ রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একঝলকে দেখে নিন কোন তিন ব্যাটার অস্ট্রেলীয় সফরে (IND vs AUS) হয়ে উঠতে পারেন শ্রেয়সের আদর্শ বিকল্প।

১. দেবদত্ত পাড়িক্কল: চলতি দলীপ ট্রফিতে খেলার আগেই বিগত রনজি ট্রফিতে কর্ণাটকের হয়ে ব্যাট হাতে কার্যত ‘ঝড়’ তুলেছিলেন তিনি। কর্ণাটকের হয়ে রনজি খেলতে নেমে তিনটি শতরান সহ ৫৫৬ রান করেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। এছাড়াও ব্যাট হাতে কর্ণাটকের মহারাজা টি টোয়েন্টি লিগেও বেশ স্বচ্ছল ছিলেন তিনি। রনজিখেলতে নেমে গত মরসুমে অপরাজিত ১৯৩ রানও করেন এই ব্যাটার। রনজিতে এই অনবদ্য পারফরম্যান্সের পর দলীপ ট্রফিতেও নিজেকে প্রমান করেছেন পাড়িক্কল। ইন্ডিয়া ডি টিমের হয়ে এবছর দলীপ খেলতে নামে তিন ম্যাচে ২০২ রান করেন কর্ণাটকের ব্যাটার। তিন ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৩৩.৬৬। ডি দলের হয়েই এবারে দলীপ খেলেছেন শ্রেয়স আইয়ার। দলীপ ট্রফির প্রথম পর্বে ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া ডি ম্যাচে যখন মাত্র ছয় রানের মাথায় দু উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে তাঁর দল; ঠিক সেই সময় ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠলেন তিনি। ৯২ রানের একটি বিশেষ ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন তিনি। এছাড়াও ইন্ডিয়া বি দলের বিরুদ্ধে অনন্তপুরের বাউন্সি উইকেটেও অর্ধশতরান করেন এই বাঁ হাতি ব্যাটার। তাই ভারতের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ নম্বরে নির্বাচকদের ‘প্রধান বিকল্প মুখ’ হতেই পারেন তিনি।

   

মাত্র ৭০ বলে হাফ সেঞ্চুরি, জাতীয় দলে ফিরতে দলীপকেই পাখির চোখ পাড়িক্কলের

২. বাবা অপরাজিত: দলীপের প্রথম এবং দ্বিতীয় পর্বে ইন্ডিয়া বি দলের হয়ে রানের ‘ফুলঝুরি’ ছড়িয়েছেন ভারতের তামিলনাড়ুর এই প্রতিভাবান ক্রিকেটার। শুধু ব্যাট হাতেই নয় বল হাতেও তিনি গুরুত্বপূর্ণ সময়ে দলকে দিশা দেখিয়েছেন। ভারতীয় ক্রিকেটের নতুন ‘সেনসেশন’ হিসাবে পরিচিত যশস্বী জয়সওয়াল তার বলেই দুই ইনিংসে আউট হয়ে ফেরেন। এছাড়াও দলীপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করার রেকর্ডও তাঁর দখলে। ৬৪ ম্যাচ খেলে ৮৩১ রান করে মায়াঙ্ক আগরওয়ালের পরেই এখন তিনি রয়েছেন। এছাড়াও দলীপের প্রথম পর্বে ইন্ডিয়া ডি দলের বিরুদ্ধে পাঁচ নম্বরে নেমে তাঁর করা ৭২ এবং ৭৮ রানও শ্রেয়সের ‘বিকল্প’ হিসেবে এগিয়ে রাখছে নির্বাচকমহলে।

৩. অভিমুন্য ঈশ্বরণ : এবছর দলীপ ট্রফিতে বাংলার হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করেছেন তিনি। বাংলার ‘রানমেশিন’ হিসেবে খ্যাত এই ডান হাতি ব্যাটার ইন্ডিয়া বি দলের অধিনায়কত্ব করেছেন। দলীপে এবছর ব্যাট হাতে ৫ ইনিংসে মোট ৩০৫ রান করেছেন বাংলার ব্যাটার, যার মধ্যে একটি শতরানও রয়েছে। এছাড়া ব্যাট হাতে রনজি ট্রফিতেও বেশ সফল বাংলার এই তারকা ব্যাটার। অনন্তপুরের বাউন্সি উইকেটে ব্যাট হাতে ইন্ডিয়া সি দলের বিরুদ্ধে করা অপরাজিত ১৫৭ রান তাঁকে এগিয়ে রাখছে নির্বাচকদের চোখে।

প্রসঙ্গত উল্লেখ্য যে গতবার অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) অবিশ্বাস্য পারফরম্যান্স করেছিল ভারতীয় ক্রিকেট দল। গাব্বায় শেষ টেস্টে ভারতের হয়ে ‘অতিমানবিক’ ইনিংস খেলে ভারতকে জেতান ঋষভ পন্থ। পন্থ হয়তো এবারেও থাকবেন গৌতম গম্ভীরের দলে। তবে কেকেআর দলের হয়ে গম্ভীরের ‘আস্থাভাজন’ ছিলেন শ্রেয়স। এবারে বাজে ফর্মের জন্য দলের বাইরে তিনি। তাই অস্ট্রেলিয়া সফরে শ্রেয়সের বিকল্প হিসেবে কাকে ভাবছে রজার বিনির বোর্ড সেটা দেখার জন্যই মুখিয়ে রয়েছে ক্রিকেটবিশ্ব।