আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪) প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে আয়োজিত ২০২৪ এর ANM GNM পরীক্ষার রেজাল্ট। কীভাবে ডাউনলোড করতে পারবেন রেজাল্ট তা জেনে নিন এই প্রতিবেদনে। এছাড়া Rank Cards ডাউনলোড বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন। মোবাইলের মাধ্যমে কীভাবে WBJEE ANM GNM Result 2024 দেখবেন, তার পদ্ধতিও জেনে নিন।
ANM GNM পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু হয় ২১ মার্চ ২০২৪ তারিখে। ২৪ এপ্রিল ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এরপর গত ৪ আগস্ট ২০২৪ এই পরীক্ষা হয়। এরপর আজ ২৪ সেপ্টেম্বর বেরিয়েছে এই পরীক্ষার রেজাল্ট।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে ANM(R) এবং GNM কোর্সে ভর্তির জন্য ANM & GNM-2024-এর ফলাফল 24-09-2024 তারিখে ঘোষণা করা হবে। 24-09-2024 থেকে বোর্ডের ওয়েব সাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে ডাউনলোডযোগ্য র্যাঙ্ক কার্ড পাওয়া যাবে।”
কীভাবে দেখবেন ANM GNM পরীক্ষার রেজাল্ট?
WBJEE ANM GNM Result 2024 নিজের মোবাইল ফোনে সরাসরি দেখার জন্য পরীক্ষার্থীদের নিচে দেওয়া পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে। পরপর স্টেপগুলি দেখে নিন –
১। পরীক্ষার্থীদের প্রথমে WBJEE-র অফিসয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in – এ যেতে হবে।
২। এরপর Examinations ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে ANM GNM অপশনটি
৩। ANM GNM Rank Cards অপশনে গিয়ে উক্ত অপশনে ক্লিক করতে হবে।
৪। এরপর Application Number এবং পাসওয়ার্ড দিতে হবে।
৫। কোনো ক্যাপচা কোড দেহালে সেটা এন্টার করতে হবে।
৬। এরপর পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট বা Rank Card দেখতে পাবেন।
৭। রেজাল্টটি অবশ্যই ডাউনলোড করতে হবে ভবিষ্যতের জন্য।