HomeSports Newsদীর্ঘমেয়াদী চুক্তিতে নর্থইস্টে থাকছেন টন্ডনবা সিং

দীর্ঘমেয়াদী চুক্তিতে নর্থইস্টে থাকছেন টন্ডনবা সিং

- Advertisement -

নতুন মরশুমের জন্য বর্তমানে দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে প্রত্যেকটি ক্লাব। কলকাতা ময়দানের দুই প্রধান থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি হোক কিংবা বেঙ্গালুরু এফসি। নিজেদের পরিকল্পনা মতো দল সাজাতে শুরু করেছে প্রত্যেকে। এক্ষেত্রে দেশী ও বিদেশী ফুটবলারদের পাশাপাশি দলের বেশকিছু পুরোনো ফুটবলারদের সঙ্গে ও চুক্তি বাড়িয়েছে ক্লাব। পিছিয়ে নেই জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। গতবার প্রথমদিকে কিছুটা লড়াকু মেজাজে দেখা গেলেও পরবর্তীতে একেবারেই দিশেহারা হয়ে পড়ে এই ফুটবল ক্লাব।

কিন্তু নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য তাদের। সেজন্য এবার গোটা দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে হুয়ান পেদ্রো বেনালির। তবে এবারের এই নতুন মরশুমে টন্ডনবা সিংকে রেখেই স্কোয়াড সাজাচ্ছে নর্থইস্ট ইউনাইটেড। আগামী ২০২৭ সাল পর্যন্ত এই ফুটবল ক্লাবের সঙ্গেই যুক্ত থাকছেন এই ডিফেন্ডার। মঙ্গলবার নিজেদের সোশ্যাল সাইট থেকেই সেকথা জানায় ম্যানেজমেন্ট। যা নিয়ে খুশি দলের সমর্থকরা।

   

নিজের পুরোনো দলের সঙ্গে থাকতে পেরে এই ফুটবলার বলেন, নর্থইস্ট ইউনাইটেড আমার বাড়ির সমতূল্য। বলা যায় আমায় দ্বিতীয় বাড়ি। তাই এখানে থাকতে পছন্দ করি। আমার ও ট্রফি জয়ের স্বপ্ন রয়েছে। আমরা তার জন্য কঠোর পরিশ্রম করছি। আমাদের কোচ এক্ষেত্রে যথেষ্ট সাহায্য করছেন। নতুন মরশুমে ট্রফি জেতাই আমাদের অন্যতম লক্ষ্য।

পাশাপাশি একাধিক তরুণ ফুটবলারদের দলে টেনেছে এই ক্লাব। তাদের সামনে রেখেই এবার চমক দেওয়ার পরিকল্পনা রয়েছে পেদ্রো বেনালির।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular