Tom Aldred: অস্ট্রেলিয়ার আরও এক ফুটবলার আসছেন ভারতে !

অস্ট্রেলিয়ার ফুটবল লিগ খেলা আরো এক ফুটবলার আসতে চলেছেন ভারতে! এখনই নিশ্চিত করা বলা গেলেও সম্ভাবনা রয়েছে। ভারতের একাধিক ক্লাবের অফার নাকি রয়েছে টম আলদ্রেদের (Tom Aldred) কাছে।

   

অস্ট্রেলিয়ার এ লিগে শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টম আলদ্রেদের। ব্রিসবেন রোরের হয়ে একশোর বেশি ম্যাচ খেলেছেন রক্ষণভাগের এই ফুটবলার। ব্রিসবেনে প্রায় ৫ মরসুম কাটানোর পর বিদায় জানিয়েছেন ক্লাবকে। যোগ দিতে পারেন নতুন কোনো ক্লাবে।

CFL: চালিয়েছেন টোটো, কাজ করেছেন মিলে, টিম ইন্ডিয়ার হয়ে খেলতে চান সাজন সাহানি

টমের বয়স এখন ৩৩। অতিক্রম করেছেন কেরিয়ারের সেরা সময়। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পাঁচ বছর ধরে অধিনায়কত্ব করছি, ১০০ টিরও বেশি এ-লিগ ম্যাচ খেলেছি। কেরিয়ারে যা কিছু চেয়েছিলাম অনেক কিছু অর্জন করেছি। ফুটবলার হিসেবে যতটা পারবো দেওয়ার চেষ্টা করবো। আমার আগামী পদক্ষেপও উল্লেখযোগ্য হতে চলেছে।’

২০১৯-২০২৪ পর্যন্ত ব্রিসবেন রোরে ছিলেন টম। খেলেছেন একশোর বেশি ম্যাচ, করেছেন একাধিক গোল। কেরিয়ারের শুরুর দিকে খেলেছিলেন ইংল্যান্ডের নামকরা ক্লাব ওয়াটফোর্ডে। খেলে মূলত সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে।

নিশু কুমারের সঙ্গে স্থায়ী চুক্তি ইস্টবেঙ্গলের, থাকছেন রাকিপ

ইন্ডিয়ান সুপার লিগে এখন অস্ট্রেলিয়ায় খেলা একাধিক ফুটবলার রয়েছেন। আগামী মরসুমে ‘এ’ লিগ খেলা আরো ফুটবলার ভারতে আসবেন। টম ব্রিসবেনকে বিদায় জানানোর পর থেকে জল্পনা ছিল তাঁর আগামী গন্তব্য নিয়ে। ভারতীয় কোনো ক্লাবে সুই করলে অনেকেঐ হয়তো ওয়াক হবেন না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন