চোটের কবলে টম অলড্রেড, খেলবেন ডার্বি ম্যাচ?

হাতে রয়েছে মাত্র দুটো দিন। তারপরেই ডুরান্ড কাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল (Kolkata Derby)। যেখানে একে অপরের মুখোমুখি হবে ময়দানের দুই শক্তিশালী ফুটবল দল। মোহনবাগান সুপার…

Mohun Bagan Registers Tom Aldred and Alberto Rodriguez for Durand Cup: Will They Face BSF?

হাতে রয়েছে মাত্র দুটো দিন। তারপরেই ডুরান্ড কাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল (Kolkata Derby)। যেখানে একে অপরের মুখোমুখি হবে ময়দানের দুই শক্তিশালী ফুটবল দল। মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। সেইমতো গত কয়েকদিন ধরেই নিজেদের প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন দুই স্প্যানিশ কোচ। একদিকে যেমন গতবারের হতাশা কাটিয়ে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার লড়াই অন্যদিকে ঠিক তেমনই ভাবেই নিজেদের জয়ের ছন্দ বজায় রাখার চ্যালেঞ্জ মোহনবাগানের। তবে এক্ষেত্রে যেন দলের একাধিক ফুটবলারদের চোট সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে।

উল্লেখ্য, গত ম্যাচের আগেই চোটের কবলে পড়তে হয়েছিল দলের দুই তরুণ ফুটবলার তথা কিয়ান নাসিরি‌, মনবীর সিং এবং সুহেল আহমদ ভাটদের। যারফলে দলের উইংয়ে ভরসা জুগিয়েছিলেন দলের তরুণ ফুটবলার পাসাং দর্জি তামাং। এমনকি সুযোগ মতো দাপিয়ে খেলেছিলেন জাতীয় দলের তারকা ফুটবলার সাহাল আব্দুল সামাদকে। এই হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ও হয়তো আপফ্রন্টে সেই কম্বিনেশনেই ভরসা রাখবেন বাগান কোচ। এছাড়াও দিনকয়েক আগে চোট সমস্যা দেখা দিয়েছিল স্প্যানিশ তারকা আলবার্তো রদ্রিগেজের। বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন তিনি।

   

কিন্তু এবার চোট সমস্যা দেখা দিল দলের আরেক দাপুটে ফুটবলার টম অলড্রেডকে (Tom Aldred)। উল্লেখ্য, বুধবার দলের অনুশীলন চলাকালীন পায়ে সামান্য চোট আসে এই ফুটবলারের। যারফলে আর খুব একটা অনুশীলন করতে দেখা যায়নি এই বিদেশি সেন্টার ব্যাককে। অনুশীলন গ্ৰাউন্ড থেকে সোজা ড্রেসিং রুমে চলে গিয়েছিলেন টম। যা নিঃসন্দেহে ব্যাপক চিন্তায় রেখেছে সকলকে। তাঁর চোটের বিষয়টি এখনও পুরো স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে এখনই সেই ফুটবলারকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে চাইছেন না হোসে মোলিনা। বলাবাহুল্য, গত সিজনে সবুজ-মেরুন রক্ষণে অন্যতম ভরসার মুখ হয়ে ছিলেন আলবার্তো রদ্রিগেজ এবং টম অলড্রেড।

Advertisements

এমনকি দলের চূড়ান্ত সাফল্যের ক্ষেত্রে ও যথেষ্ট ভূমিকা ছিল এই দুই ফুটবলারের। সেই কম্বিনেশন আদৌও ডার্বি ম্যাচে দেখা যাবে কিনা এখন সেদিকেই নজর থাকবে সকলের। তবে অনেকেই মনে করছেন দিন দুয়েক পরেই ডার্বি ম্যাচ থাকায় এখন হয়তো এই দুই ডিফেন্ডারকে নিয়ে খুব একটা ঝুঁকি বাড়তে চান না গতবারের আইএসএল জয়ী কোচ।