Abhishek Banerjee: কলকাতা ময়দানে অভিষেকের পথে “ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব’’

Abhishek-Football-Club

সবকিছু ঠিকঠাক থাকলে এবছর’ই কলকাতা ময়দানে আবির্ভাব করতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফুটবল ক্লাব।কলকাতার ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলতে দেখা যাবে এই ক্লাব’কে।সূত্রের খবর অনুযায়ী এই ক্লাবের প্রস্তাবিত নাম হতে চলেছে “‘ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব “।

জানা গেছে ক্লাব সচিবের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যের হাতে।সভাপতির পদে বসতে চলেছেন প্রাক্তন ফুটবলার গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। কোচের পদে নিয়োগ করা হতে পারে কৃষ্ণেন্দু রায়কে।

   

ইতিমধ্যে ক্লাব স্থাপন করার বিষয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের সাথে বেশ খানিকটা কথা বার্তা এগিয়েছে আইএফএ’র।জমা দেওয়া হয়েছে নিয়ম মেনে লিগ খেলতে চাওয়ার আবেদন পত্র।এখন অনুমতি পাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

নতুন ক্লাবের কোচের দায়িত্ব পেয়ে অত‍্যন্ত আনন্দিত কৃষ্ণেন্দু রায়।তার বক্তব্য, ” প্রতিবছর ফুটবল’কে ভালোবেসে অত‍্যন্ত যত্ন নিয়ে এমপি কাপ আয়োজন করে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।এবার তার ক্লাব কলকাতা লিগে খেললে তা বাংলার ফুটবলের জন্য একটা ইতিবাচক একটা বিষয়।সাংসদ জানিয়েছেন ক্লাব কলকাতা লিগে খেলবে।আবেদন পত্র জমা দেওয়া হয়েছে।খুব শীঘ্রই দলগঠন করা নিয়ে আলোচনায় বসা হবে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন