Bolton Wanderers-এর সঙ্গে কথা চালাচ্ছেন তৃণমূল সাংসদ

বাংলা ফুটবলের উন্নতি উদ্যোগী আরও এক রাজনীতিবিদ। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক Bolton Wanderers-এর সঙ্গে কথা চালাচ্ছেন বলে জানা গিয়েছে। বৈঠকের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে পার্থ ভৌমিকের নিজস্ব ফেসবুক পেজ থেকে। 

পার্থ ভৌমিকের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে একাধিক ছবি। যার ক্যাপশনে লেখা, ” ইউনাইটেড কিংডম এর বোল্টন ওয়ান্ডার্স ক্লাবের সহযোগিতায় ব্যারাকপুর মহকুমাতে ফুটবল কোচিং শিবির চালু করার জন্য প্রাথমিক আলোচনা আজ সম্পন্ন হল।” ছবি সহ এই পোস্টটি করা হয়েছিল শনিবার। 

   

রাজ্য ফুটবলের উন্নতির জন্য সম্প্রতি রাজনৈতিক মহলেও তৎপরতা দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজেও ফুটবল উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন বলে জানা গিয়েছে ইতিপূর্বে। ডায়মন্ড হারবারের নিজস্ব ফুটবল ক্লাব গঠন করা হতে পরে। যা রাজ্যের ঘরোয়া লিগে অংশগ্রহণ করতে পারে। অভিষেকের ফুটবল দলের কাজ কিছুটা এগিয়েছে। সম্ভাব্য কোচ হিসেবে শোনা হয়েছে কৃষ্ণেন্দু রায়ের নাম। মানস ভট্টাচার্যও যুক্ত রয়েছেন। এরই মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের এই পোস্ট নেট দুনিয়ায় আলোচনার অন্যতম বিষয়। সাধুবাদ জানাচ্ছেন ফুটবল প্রেমী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন