Calcutta League: মেসির মতো ফ্রি-কিক থেকে গোল করে দলকে জেতালেন তীর্থঙ্কর

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) আরও একটা বিশ্ব মানের গোল। মেসির মতো ফ্রি-কিক! এই একটি মুহূর্ত ঘুড়িয়ে দিল ম্যাচের মোড়।

Tirthankar Sarkar

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) আরও একটা বিশ্ব মানের গোল। মেসির মতো ফ্রি-কিক! এই একটি মুহূর্ত ঘুড়িয়ে দিল ম্যাচের মোড়। রবিবার কলকাতা ফুটবল লীগের ম্যাচে রেলের মুখোমুখি হয়েছিল খিদিরপুর স্পোর্টিং ক্লাব। বিরতির আগে পর্যন্ত কোনো দলই গোলের মুখ খুলতে পারেনি।

ম্যাচের গতিপ্রকৃতি যা ছিল তাতে এক সময় মনে অনেকের মনে হয়েছিল রেলওয়ে এফসি বনাম খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হতে চলেছে। হতে দিলেন না কলকাতা ময়দানের অন্যতম সিনিয়র ফুটবলার তীর্থঙ্কর সরকার (Tirthankar Sarkar)। বয়স বাড়লেও স্কিল কমেনি এতটুকু। বাঁ পায়ের বাঁক খাওয়ানো ফ্রি কিক বল পাঠিয়েছিলেন সোজা রেলের জালে। প্রতিপক্ষের বক্সের অনেকটা বাইরে থেকে কিক নিয়েছিলেন তীর্থঙ্কর।

   

অনেকে বলছেন লিওনেল মেসির মতো ফ্রি কিকটা নিয়েছেন তীর্থঙ্কর। মেজর লীগ সকারে ইন্টার মায়ামির জার্সিতে ফ্রি কিক মেসির গোল ট্রেন্ড করেছিল সোশ্যাল মিডিয়ায়। অভিষেক ম্যাচে দুরন্ত গোল করে দলকে জিতিয়েছিলেন মেসি। বেলঘরিয়ার তীর্থঙ্করও তার দলকে গোল করে জেতালেন, তাও আবার চোখে লেগে থাকার মতো ফ্রি কিক থেকে।

Advertisements

এবারের কলকাতা ফুটবল লীগে ইতিমধ্যে একধিক আন্তর্জাতিক মানের গোল দেখেছেন ফুটবল প্রেমীরা। মোহন বাগান সুপার জায়ান্টের নাওরেম তিন চারজনকে ড্রিবল করে করা গোলটি দেখেও ফুটবল প্রেমীদের চোখের সামনে ভেসে উঠেছিল লিওনেল মেসির খেলা। এরিয়ান ক্লাবের অচিন্ত্য সরকারের সাইড ভলি এখন বিশ্বের দরবারে। ফিফার কাছে পাঠিয়েছে IFA। তীর্থঙ্কর সরকারও চোখ ধাঁধানো গোল করে ফের চেনালেন নিজের জাত।