প্রশ্নের মুখে তিরি’র ফুটবল জীবন

Tiri

বুধবার এএফসি কাপে গ্রুপ লিগের ম‍্যাচে গোকুলাম কেরালার বিরুদ্ধে খেলাকালীন কেরালার লুকা মাজচেনকে ফাউল করতে গিয়ে চোট পেয়ে বসেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি।এতোটাই চোট লাগে তার, যে মাঠ ছাড়তে হয় তাকে।এরপর থেকেই উঠছে বড় প্রশ্ন, এই মারাত্মক চোট লাগার ফলে কি এবার অসময়ে ফুটবল জীবনে ইতি টানতে হবে এই স্প‍্যানিশ ফুটবলার’কে ?

এসিএল মারাত্মক ভাবে চোট পেয়েছে তিরি’র।এর আগে ইতিহাস বলছে এমন চোটের জেরে অসময় ফুটবল জীবন শেষ হয়েছে প্রচুর ফুটবলারের।সূত্রের খবর অনুযায়ী এই চোটের ফলে দীর্ঘ ৮-৯ মাস মাঠের বাইরে থাকতে হবে চোট পাওয়া এই ফুটবলার’কে।তাই আসন্ন মরশুমের আইএসএলে তিরি’কে দলে পাওয়ার কোনও সম্ভাবনা নেই সবুজ মেরুন শিবিরের।এরপর থেকেই চিন্তার মধ্যে আছে মোহনবাগান।সেপ্টেম্বর- অক্টোবর মাসে ফের শুরু হবে আইএসএল।সেই সময় চোট সারিয়ে মাঠে ফেরার চ‍্যালেঞ্জটা ঠিক উতরোতে পারেন কিনা তিরি, এখন সেটাই দেখার বিষয়।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন