Tiri: এটিকে মোহনবাগানে আর নাও খেলতে পারেন তিরি

Tiri

ইন্ডিয়ান সুপার লিগের  (ISL) আসরে বিদেশি ডিফেন্ডারদের মধ্যে অন‍্যতম সেরা ডিফেন্ডার হলেন তিরি (Tiri)। এখনও অবধি আইএসএলে যে সমস্ত দলের হয়ে খেলেছেন তিরি,তারমধ্যে তিনি সবচেয়ে বেশী সফল হয়েছেন এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan) খেলার সময়।সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে তার জনপ্রিয়তা এক অন‍্যমাত্রা পেয়েছিলো।

চোট পাওয়ার কারণে এটিকে মোহনবাগানে এই মরশুমে খেলা হয়নি তিরির।শোনা যাচ্ছিলো জানুয়ারি মাসে ফের এটিকে মোহনবাগান শিবিরে যোগদান করতে পারেন তিরি।কিন্তু এখন যা খবর তাতে মনে করা হচ্ছে এটিকে মোহনবাগানে নাও ফিরতে পারেন তিরি।মনে করা হচ্ছে তিরি সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলে মিউচুয়াল কন্ট‍্যাক্ট টার্মিনেট করতে পারেন।  তিরি এখনও ম‍্যাচ ফিট অবস্থায় আছেন কিনা, সেটা স্পষ্ট নয় এটিকে মোহনবাগানের টিম ম‍্যানেজমেন্টের কাছে।তাই তিরি কে নেওয়ার কোনও পরিকল্পনা নেই সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্ডোর।

   

শোনা যাচ্ছে ফের জামশেদপুর এফসি ফের তিরিকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে।শোনা যাচ্ছে পিটার হার্টলের বদলে তিরিকে নিতে পারে জামশেদপুর এফসি।এছাড়া নর্থ ইস্ট ইউনাইটেড ‘ও আগ্রহ দেখিয়েছে তিরিকে নেওয়ার বিষয়ে।তাই জানুয়ারিতে ফিরলে এটিকে মোহনবাগান তিরিকে লোনে অন‍্য ক্লাবে খেলতে ছাড়তে পারেন।অবশ্য গোটা বিষয়টি জল্পনার স্তরে আছে এখনও।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন