Messi to become president: আর্জেন্টিনায় ‘মেসিকে প্রেসিডেন্ট’ চেয়ে বিপুল জনমত সমীক্ষা

ফুটবল বিশ্বজয়ী দেশে যেন মেসি জ্বর নামতে চাইছেনা।দেশের মধ্যেই লিওনেল মেসিকে (Lionel Messi) প্রেসিডেন্ট পদে দেখতে চেয়ে বাড়ছে জনসমর্থন। সাম্প্রতিক এক জনমত সমীক্ষা এমন তথ্য জানিয়েছে।

Messi to become president

ফুটবল বিশ্বজয়ী দেশে যেন মেসি জ্বর নামতে চাইছেনা।দেশের মধ্যেই লিওনেল মেসিকে (Lionel Messi) প্রেসিডেন্ট পদে দেখতে চেয়ে বাড়ছে জনসমর্থন। সাম্প্রতিক এক জনমত সমীক্ষা এমন তথ্য জানিয়েছে।

আর্জেন্টিনার জনমত জরিপ প্রতিষ্ঠান জ্যাকোব্বে অ্যান্ড অ্যাসোসিয়াদোস গত ১৮ ডিসেম্বর এই জরিপ চালায়। এতে উঠে এসেছে, আর্জেন্টিনা দলের অধিনায়ক মেসিকে দেশের জনগণের একটি বড় অংশ প্রেসিডেন্ট পদে চান।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জরিপে অংশ নেওয়া ৪৩.৭ শতাংশ আর্জেন্টাইন চান মেসিকে দেশের প্রেসিডেন্ট পদে দেখতে। ৩৭.৮ শতাংশ নাগরিক এমন মতের বিপক্ষে। এই জনমত সমীক্ষায় । আর্জেন্টিনার রাজনীতিবিদদের চেয়ে বেশি ভোট পেয়েছেন মেসি।

কাতার থেকে বিশ্বকাপ জিতে দেশে ফিরে লিওনেল মেসি সহ আর্জেন্টিনার পুরো দলের সাথে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের সাক্ষাতের সময় ধার্য করা হয়েছিল। কিন্তু তারা দেখা করেননি। প্রেসিডেন্টের কার্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়। তবে সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যানই করে পুরো বিশ্বকাপ জয়ী দল। ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দল প্রেসিডেন্ট ভবনে গিয়েছিল। সেখানে তাদের দেওয়া হয় সংবর্ধনা। এবার সেই নিয়মের ব্যতিক্রম হয়।