মুম্বাই সিটি অধ্যায় শেষ, নতুন ক্লাবে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ তিরির

Mumbai City FC–এর সঙ্গে সম্পর্ক শেষ করে এবার ইন্দোনেশিয়ান সুপার লিগের দল Persijap Jepara–এ যোগ দিলেন স্প্যানিশ ডিফেন্ডার José Luis Espinosa Arroyo। আইএসএলের পর নতুন লিগে নিজেকে প্রমাণ করাই এখন তাঁর বড় লক্ষ্য।

tiri-mumbai-city-fc-possible-foreign-transfer

গত সোমবার জোসে লুইস এস্পিনোসা অ্যারোয়োর রিলিজের কথা জানিয়েছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। ফুটবল মহলে যিনি পরিচিত তিরি নামে। গত ২০১৫-২০১৬ সালে প্রথমবারের মতো ভারতে খেলতে এসেছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। সেবার যোগদান করেছিলেন ইন্ডিয়ান সুপার লিগের ফুটবল ক্লাব অ্যাটলেটিকো দ্যা কলকাতায়। সেখানে একটি মরসুম খেলার পর মাঝে একবার নিজের দেশের ফুটবল ক্লাবে ফিরে গেলেও পরবর্তীতে ফের চলে এসেছিলেন ভারতে। যোগ দিয়েছিলেন নিজের পুরনো ফুটবল ক্লাবে। তারপর ২০১৭-২০১৮ সিজনে যোগদান করেছিলেন ইস্পাত নগরীর ক্লাব জামশেদপুর এফসিতে।

সেখানে তিনটি সিজন কাটানোর পর ফের তাঁকে দলে নিয়েছিল এটিকে মোহনবাগান দল। বছর দুই জামশেদপুরে খেলার পর ধরা দিয়েছিলেন সবুজ-মেরুন জার্সিতে। তারপর ২০২৩-২০২৪ সালে তাঁকে মোহনবাগান থেকে দলে টেনে নেয় রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। সেখানেই খেলেছেন গত কয়েক সিজন। অ্যাটলেটিকো দ্যা কলকাতার পর দেশের বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাবের হয়ে জিতেছেন দেশের সেরা ফুটবল লিগ তথা আইএসএল। এমনকি এবারের এই মরসুমে ও কোচ পেট্র ক্র্যাটকির অন্যতম ভরসাযোগ্য ছিলেন তিরি।

   

এবারের এই সুপার কাপে দলের হয়ে খেলে ও ছিলেন চারটি ম্যাচ। পরবর্তীতে সেই ধারা বজায় রেখে প্রথম ডিভিশন লিগ খেলার পরিকল্পনা থাকলেও সেই সময় আইএসএল আয়োজন নিয়ে ছিল ব্যাপক অনিশ্চয়তা। যারফলে গত বছরের মাঝামাঝি সময় নিজের সোশ্যাল সাইটে হতাশাজনক একটি পোস্ট করেছিলেন এই তারকা। তখন থেকেই মনে করা হচ্ছিল যে এবার হয়তো ভারত ছাড়বেন তিনি। সেটাই হয় শেষ পর্যন্ত। চলতি সপ্তাহের প্রথমদিনেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর বিদায়ের কথা জানিয়ে দেয় মুম্বাই শিবির। তারপর থেকেই শোনা যাচ্ছিল যে এবার হয়তো ইন্দোনেশিয়ান লিগে খেলতে যেতে চলেছেন এই স্প্যানিশ তারকা।

সেটাই হয়েছে শেষ পর্যন্ত। এবার থেকে সুপার লিগের ফুটবল দল পার্সিজাপ জেপারার হয়ে খেলতে দেখা যেতে চলেছে এই স্প্যানিশ ডিফেন্ডারকে‌। আইএসএলের পর এবার এই টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ থাকবে মুম্বাইয়ের এই প্রাক্তনীর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন