Ronaldo: একটাও টিকিট নেই, রোনাল্ডোর জন্য অনুষ্ঠানের টাকা যাবে দাতব্য সংস্থায়

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: আমি কাতার থেকেই বুঝতে পারছি প্রতিবেশি সৌদি আরবের রোনাল্ডো (Ronaldo) জ্বর কতটা। শুধু সৌদি? পুরো বিশ্ব চমকে যাচ্ছে রোনাল্ডো বরণের অনুষ্ঠানের…

Ticket sales for Ronaldo's reception in Riyadh

short-samachar

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: আমি কাতার থেকেই বুঝতে পারছি প্রতিবেশি সৌদি আরবের রোনাল্ডো (Ronaldo) জ্বর কতটা। শুধু সৌদি? পুরো বিশ্ব চমকে যাচ্ছে রোনাল্ডো বরণের অনুষ্ঠানের কথা শুনে। বিপুল অর্থ যেমন খরচ হচ্ছে, তেমনই বিপুল আয়। রিয়াধে রোনাল্ডোকে আনুষ্ঠানিক বরণের জন্য সৌদি আরব সরকার তৈরি। অনুষ্ঠানে টিকিট বিক্রির টাকা দান করা হবে এহসান নামে একটি দাতব্য সংস্থার তহবিলে।

   

রোনাল্ডোকে দেখতে মরিয়া সৌদি আরববাসী। কিন্তু মূল অনুষ্ঠানের একটিও টিকিট নেই। সৌদি আরবের পক্ষে এই অনুষ্ঠানে রোনাল্ডোকে হাজির করা হবে। এদিকে রোনাল্ডো নামের জাদুতে আল নাসর ক্লাব নিয়ে তুমুল চর্চা চলছে। সৌদি আরবের এই ক্লাব মধ্যপ্রাচ্যের অত্যন্ত নাম করা।

বিশ্বকাপের ট্রাজিক নায়ককে মনভরে দেখেছিল কাতার। পর্তুগালের তারকা রোনাল্ডো দেশে ফিরে না গিয়ে কয়েকদিন কাতারে ছিলেন। বিশ্বকাপ চলাকালীন তাঁকে কিনে নেয় সৌদি আরবের আল নাসর এফসি। ২৭৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে রোনাল্ডো চুক্তিবদ্ধ হন। তিনিই বিশ্বের সবথেকে দামি ফুটবলার।

কাতার, সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় দেশগুলিতে রোনাল্ডো জ্বর চলছে। রোনাল্ডোকে দেখতে রিয়াধের এম আর সুল স্টেডিয়ামের ২৫ হাজারি গ্যালারি উপচে পড়বে।

আল নাসর ক্লাবের মুখপাত্র আল ওয়ালিদ জানান, মেডিকেল টেস্ট ও অনুষ্ঠান হয়ে গেলেই বৃহস্পতিবার ঘরের মাঠে আল তাইয়ের বিরুদ্ধে আল নাসরের হয়েই নামবেন সিআর সেভেন।