মহামেডান এখন অতীত, চেরনিশভের দিকে নজর এই ফুটবল দলের

শেষ মরসুমটা একেবারেই ভালো যায়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। দেশের প্রথম ডিভিশন লিগের প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী…

Chernyshov has been the coach of Mohammedan SC for one more year

শেষ মরসুমটা একেবারেই ভালো যায়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। দেশের প্রথম ডিভিশন লিগের প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী এফসি গোয়াকে। স্বাভাবিকভাবেই যা নজর কেড়েছিল সকলের। কিন্তু পরবর্তীতে বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। সময় এগোনোর সাথে সাথেই ক্রমশ পিছিয়ে পড়তে শুরু করেছিল সাদা-কালো ব্রিগেড। যা ভালোভাবে নেয়নি সমর্থকরা। তবুও আন্দ্রে চেরনিশভের (Andrey Chernyshov) উপর ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। কিন্তু একের পর এক ম্যাচে ধাক্কা খাওয়ার ফলে স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের অনেকটাই পিছনে চলে গিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান।

পরবর্তীতে দ্বিতীয় লেগে দল ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকেই শেষ করতে হয়েছে আইএসএল। সেই ধাক্কা কাটিয়ে আগত ফুটবল সিজনে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্ল্যাক প্যান্থার্সরা। শোনা যাচ্ছিল যে দলের মধ্যে নাকি বিরাট বদল আসবে এবার। সেইমতো ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের নাম। তবে সময়ের সাথে সাথেই বদলেছে গোটা পরিস্থিতি। যারফলে আগামী সিজনে আদৌও আইএসএল আয়োজিত হবে কিনা সেই নিয়ে রয়ে গিয়েছে সংশয়।

   

যার ফলে ইতিমধ্যেই নিজেদের কার্যকলাপ স্তব্ধ করে দিয়েছে দেশের একাধিক ফুটবল ক্লাব। এমনকি দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে কলকাতা ময়দানের এই প্রধান সহ আরো দশটি ফুটবল দল মিলে একজোটে চিঠি প্রেরণ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। যেখানে উল্লেখ করা হয়েছে তাঁদের হস্তক্ষেপের বিষয়টি। এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ মাধ্যম সূত্রে খবর, নয়া ফুটবল সিজনের জন্য এবার নাকি মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন কোচ আন্দ্রে চেরনিশভের দিকে নজর পড়েছে কেরালার ফুটবল ক্লাব থ্রিসুর ম্যাজিক এফসির।

Advertisements

যদিও সেটি এখনো চূড়ান্ত নয়। কিন্তু মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে গোটা বিষয়টি। এখন সেদিকেই নজর থাকবে দক্ষিণের সকল ফুটবলপ্রেমী মানুষদের।