World Cup: বিশ্বকাপের অন্যতম উত্তেজক ম্যাচে এক উইকেটে হারল পাকিস্তান

কী খেলাটাই না হল! পলক ফেলার উপায় নেই। এক উইকেটে হল ম্যাচের ফয়সালা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাছে হেরে বিশ্বকাপ ২০২৩ এর (World Cup) খিড়কির দরজার…

Pakistan lost World Cup

short-samachar

কী খেলাটাই না হল! পলক ফেলার উপায় নেই। এক উইকেটে হল ম্যাচের ফয়সালা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাছে হেরে বিশ্বকাপ ২০২৩ এর (World Cup) খিড়কির দরজার আরও কাছে চলে গেল পাকিস্তান।

   

বিশ্বকাপে টিকে থাকতে হলে যেনতেন প্রকারে আজ জিততেই হতো পাকিস্তানকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচ। শেষ পর্যন্ত পারল না পাকিস্তান। হরিশ রাউফরা ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টা করলেও দলের মান রক্ষা করতে পারলেন না। এক উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা।

এম চিদম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৬.৪ ওভারে ২৭০ রান করে পাকিস্তান। চাপের মুখে এদিন অর্ধশত রান করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (৫০ রান)। দলের জন্য লড়াকু স্কোর খাড়া করতে সউদ শাকিল (৫২ রান) ও শাদাব খান (৪৩ রান) ব্যাট হাতে অবদান রেখেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে চার উইকেট নিয়েছেন তাবরেজ শামসি, তিন উইকেট মার্কো জেনসেনের নামে।

রান তাড়া করতে নেমে বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। এইদেন মার্করাম (৯১ রান) ক্রিজে টিকে থাকলেও অন্য প্রান্তে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকেন প্রোটিয়ানরা। যার ফলে ম্যাচের অন্তিম ভাগে বেশ চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ফলাফল চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার টেল এন্ডারদের হাতে। বল যথেষ্ট বাকি থাকলেও নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিল না রান তোলার মতো। তবুও পাকিস্তান বোলারদের বিরুদ্ধে নাছোড় মনোভাব দেখিয়ে দলকে জয়ের সরণিতে বজায় রাখলেন কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, তাবরেজ শামসিরা। পাকিস্তানের হয়ে তিন উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি।