বর্তমানে হাসপাতালে পরিণত হয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দল। দলে একাধিক চোটাঘাতের সমস্যা রয়েছে। ইতিমধ্যে দিন দুয়েক আগে চোটের জন্যে ছিটকে গেছেন দীপক টাংড়ি। এবার খবর পাওয়া গেছে দলের আরও তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের কারণে বাদ পড়তে চলেছে ।
এই তিন ফুটবলার দলের খুবই গুরুত্বপূর্ণ তিন ফুটবলার।এই মুহূর্তে এটিকে মোহনবাগান যে পরিমাণ চোট আঘাতে ভুগছে, সেটা আর অন্য কোনও দলের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। এক্ষেত্রে দলের ফিটনেস সমস্যা, নাকি ফিজিও দোষ সেটা বোঝা যাচ্ছে না।
সম্প্রতি প্রাক্টিসের পর এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো বলেছেন, ফারদিন আলী মোল্লা, দিমিত্রি পেত্রাতোস এবং হুগো বুমোস চোটের কবলে পড়েছেন। তা সত্বেও তাদেরকে দলের স্বার্থে খেলাতে হচ্ছে।শেষ ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে খেলাকালীন হুগো বুমোস একটা বল রিসিভ করতে গিয়ে পায়ে চোট পান। তাকে খুড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। এসব চোটের ফলে এটিকে মোহনবাগানের আইএসএল অভিযানে সমস্যা সৃষ্টি করছেন বলেই মত ফেরান্দোর।