কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL 2024)-এর বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়েছে। নামকরা দলগুলোর পাশাপাশি তথাকথিত কিছু ছোটো দল এবার শুরু থেকে চমক দিয়েছে। লিগ সবে শুরু হয়েছে। বহু ম্যাচ বাকি রয়েছে। এবারেও লিগ জয়ের অন্যতম দাবিদার ময়দানের তিন প্রধান ক্লাব- মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan), ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাব।
Mohun Bagan: ‘সেরা একাদশ’-এ ছিলেন মোহনবাগানের নতুন বিদেশি
গত মরসুমে কলকাতা ফুটবল লিগে শুরুটা ভাল করেও শেষ পর্যন্ত খেতাব জিততে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। সেই দলের অনেক ফুটবলার এবারেও স্কোয়াডে রয়েছেন। তাঁদের দিকে নজর থাকবে ফুটবল প্রেমীদের। সেই সঙ্গে মোহনবাগানে এবার একাধিক নতুন ফুটবলার রয়েছেন। বাগানের রিজার্ভ দলে রয়েছেন এমন একাধিক ফরোয়ার্ড যাদের মধ্যে রয়েছে আগামী দিনের তারকা হওয়ার রসদ।
টাইসন সিং- ইন্ডিয়ান অ্যারোজের প্রাক্তন এই খেলোয়াড় দারুণ সম্ভাবনাময় এক ফরোয়ার্ড। তিনি আক্রমণাত্মক উইঙ্গার হিসাবে খেলতে পারেন। দশ নম্বর বা এমনকি ফলস নাইন পজিশনে খেলতে পারেন। ২০২৩ ডুরান্ড কাপ জয়ী মোহনবাগান দলের সদস্য ছিলেন তিনি।
2nd matchday of our CFL campaign! 👊💥
We take on ASOS Rainbow in Barrackpore today afternoon! Come on boys! 💪#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/xc7o8GIibW
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 6, 2024
Mohun Bagan: হেক্টর ইয়ুস্তে না থাকলেও তাঁর রেকর্ড কথা বলছে
সুহেল আহমেদ ভাট- সুহেল ভাট অন্যতম আলোচিত তরুণ ফরোয়ার্ড। তাঁর কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি। এর আগে ইন্ডিয়ান অ্যারোজ, ভারতের অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। নেক্সট জেন কাপে ওয়েস্ট হ্যাম অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষেও গোল করেছিলেন। ডুরান্ড কাপ এবং আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আদিল আব্দুল্লাহ- ২০২৪ সালে মুথুট এফএ থেকে মেরিনার্সে সই করেছেন আদিল। তাঁর দিকেও নজর থামবে ফুটবল প্রেমীদের।