ATK Mohun Bagan : এই গ্রীষ্মেই শেষ হচ্ছে চুক্তি, রয়েছেন বাগানের তিন বিদেশি

Head-Coach-Juan-Ferrando

এই গ্রীষ্মেই চুক্তি শেষ হতে চলেছে এক ঝাঁক বিদেশি ফুটবলারের। যার মধ্যে রয়েছেন এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) তিনজন ।

এটিকে মোহন বাগানের এশিয়ান কোটার ফুটবলার ডেভিড উইলিয়ামসের চুক্তি শেষ হতে চলেছে। আগামী দিনে তিনি ক্লাবে থাকবেন কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। গত মরসুমেও ডেভিডকে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। এবারেও তাই। অনেকের ধারণা পছন্দ মতো খেলোয়াড় পেয়ে গেলে হয়তো তাঁর সঙ্গে বাগানের চুক্তি (ভারতীয় মুদ্রায় বাজার মূল্য ২.৫০ কোটি) দীর্ঘায়িত আর হবে না।

   

ডেভিড উইলিয়ামসের মতো রয় কৃষ্ণার চুক্তিও (ভারতীয় মুদ্রায় বাজার মূল্য ৩.৩৩ কোটি) শেষ হতে চলেছে। ফিজির তারকা ফুটবলার গত মরশুমে ভালো ফর্মে ছিলেন না। মাঠে নেমেও প্রতি সব ম্যাচে চেনা ছন্দে পাওয়া যায়নি তাঁকে। শোনা গিয়েছিল একজন ভালো মানের স্ট্রাইকারের খোঁজে রয়েছে এটিকে মোহন বাগান।

বাগানের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে মিডফিল্ডার কার্ল ম্যাকহিউয়ের । যদিও আগামী মরশুমে তিনি সবুজ মেরুন জার্সিতেই মাঠে নামবেন বলে জানা গিয়েছে (ভারতীয় মুদ্রায় বাজার মূল্য ২.৭০ কোটি)।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন