Sunday, December 7, 2025
HomeSports Newsজল্পনার অবসান! টুখেলই হচ্ছেন ইংল্যান্ডের কোচ

জল্পনার অবসান! টুখেলই হচ্ছেন ইংল্যান্ডের কোচ

- Advertisement -

জল্পনার অবসান হল শেষমেশ। স্পেনের বিপক্ষে ইউরোর ফাইনালে হারের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারেথ সাউথগেট। এরপর থেকেই নানাভাবে গুঞ্জন ছড়িয়েছিল পেপ গার্দিওলা বা ইয়ুর্গেন ক্লপ হয়ত নতুন দায়িত্ব পেতে চলেছেন। কিন্তু সমস্ত গুঞ্জনের আগুন নিভিয়ে বেলিংহাম, হ্যারি কেইনদের কোচ হওয়ার প্রস্তাবে সম্মত হয়েছেন টমাস টুখেল (Thomas Tuchel England Head Coach)। গতকালই জার্মানির বিশেষ সংবাদমাধ্যম স্কাই জার্মানি বিষয়টির সত্যতায় সিলমোহর প্রদান করেছে।

এবছর অন্যতম ফেভারিট থেকেও ইউরোর ফাইনালে লজ্জাজনক ভাবে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। স্পেনের তরুণ তুর্কিদের কাছে অভিজ্ঞতার বিচারে হার মেনে পরের দিনই সরে দাঁড়ান সাউথগেট। অন্তর্বর্তীকালীন ইংল্যান্ডের কোচ হিসেবে লি কার্সলে। তবে কার্সলে দলে এলেও থ্রি লায়ন্সদের জন্য এক দক্ষ রিং মাস্টারকে খুঁজছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। তাই শেষমেশ টুখেলকেই দায়িত্বে নিয়ে আসে হ্যারি কেনদের বোর্ড।

   

ব্রিটেনের কিছু বিশেষ সংবাদমাধ্যম এবং স্কাই জার্মানি জানিয়েছে টুখেলের সঙ্গে ইংল্যান্ডের চুক্তি হতে পারে ১৮ মাসের। ২০২৫ সালের জানুয়ারি থেকে দায়িত্বের মেয়াদ হতে পারে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ পর্যন্ত। বিবিসি জানিয়েছে, আজ ওয়েম্বলিতে আনুষ্ঠানিকভাবে টুখেলকে স্থায়ী কোচ হিসেবে পরিচয় করিয়ে দিতে পারে এফএ।

উয়েফা নেশনস লিগে নভেম্বরে ইংল্যান্ডের শেষ দুই ম্যাচে গ্রিস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ডাগআউটে থাকবেন কার্সলে। সভেন–গোরান এরিকসন ও ফাবিও কাপেলোর পর ইংল্যান্ডের তৃতীয় বিদেশি কোচ হতে যাওয়া টুখেল দায়িত্ব নেবেন এরপর।

সরফরাজ নাকি গিল? জেনে নিন প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

সর্বশেষ বড় দলের মধ্যে বায়ার্নের কোচ ছিলেন টুখেল। গত মরশুম শেষেই জার্মান ক্লাবটির দায়িত্ব ছাড়েন। ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক হ্যারি কেইনের (Harry Kane) সঙ্গেও তিনি কাজ করেছেন বায়ার্নে। দুজনের মধ্যে বোঝাপড়াও ভালো।

সুখবর! বৃহস্পতিবার শহরে আসতে পারেন লাল-হলুদের হেডস্যার

প্রসঙ্গত উল্লেখ্য যে, ৫১ বছর বয়সী এই কোচ চেলসির হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। এছাড়াও বরুশিয়া ডর্টমুন্ডের কোচ হিসেবে জার্মান কাপ ও পিএসজির লিগ আঁ জিতেছেন দুবার। পিএসজির হয়ে ২০১৯-২০ মৌসুমে জিতেছেন ঘরোয়া ট্রেবল। তাই বর্তমানে ঝিমিয়ে পড়া ইংল্যান্ড দলে কতটা প্রাণের সঞ্চার করতে পারেন টুখেল (Thomas Tuchel England Head Coach) সেটাই এখন দেখার বিষয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular