চলতি ফুটবল মরসুমের শুরুতে মিকেল স্ট্যাহরেকে দলের দায়িত্ব দিয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। পরবর্তীতে তাঁর পছন্দ অনুযায়ী সমস্ত ফুটবলারদের সই করিয়েছিল ম্যানেজমেন্ট। বিগত কয়েক মরসুমের হতাশা ভুলে আইএসএলের সুপার সিক্স নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের। কিন্তু সেটা পূরণ হয়নি। আসলে সুইডিশ কোচের হাত ধরে শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। ম্যাচ যত এগিয়েছে ততই হতাশাজনক পারফরম্যান্স থেকেছে আইএসএলের এই ফুটবল দলের। যার প্রভাব এসেছিল লিগের পয়েন্ট টেবিলে। সেটা কিছুতেই ভালোভাবে নেয়নি কেরালা (Kerala Blasters) ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে ছাঁটাই করা হয়েছিল মিকেল স্ট্যাহরে সহ তাঁর সকল সাপোর্টিং স্টাফেদের।
তারপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্বে আসেন থেক্কাথারা পুরুষোথামণ। সেইসাথে তাঁকে সাহায্য করে আসছেন টমাস টচর্জ (Thomas Tchorz) । পূর্বে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) যুব দলের দায়িত্বে ছিলেন টমাস। স্ট্যাহরের অবর্তমানে জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের ও দায়িত্ব তুলে দেওয়া হয় তাঁর হাতে। সময় এগোনোর সাথে সাথেই নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করে দক্ষিণের এই ফুটবল ক্লাব। প্রথম লেগে তাঁদের সক্রিয়তা বোঝা না গেলেও দ্বিতীয় লেগের শুরু থেকেই চ্যাম্পিয়নশিপের দৌড়ের অন্যতম দাবিদার হয়ে উঠতে শুরু করে নোয়া সাদাউরা। সেটা পূরণ করার ক্ষেত্রে লিগের বাকি ম্যাচে জয় সুনিশ্চিত করতে হত দক্ষিণের এই ফুটবল ক্লাবকে।
Also Read | ঘরের মাঠে দারুণ পারফরম্যান্সে কে ছিনিয়ে নিলো সেরা পাঁচের তকমা?
যা একেবারেই সম্ভব হয়নি। মোহনবাগান সুপার জায়ান্ট এবং মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে পরাজিত হওয়ার পর দল জামশেদপুর ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। সেই ম্যাচে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করে দক্ষিণের এই ফুটবল দল। এই অ্যাওয়ে ম্যাচ ড্র করতেই সুপার সিক্সের আশা ভেঙে চুড়মার হয়ে যায় আইএসএলের এই ফুটবল দলের। তবুও বাকি ম্যাচগুলিকে সমান গুরুত্ব দিয়েছিলেন অন্তবর্তীকালীন কোচ। বিগত কয়েকদিন আগেই শামিল চেম্বাকাথের দুর্বল হায়দরাবাদ এফসির বিপক্ষে এগিয়ে থেকে ও পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করেছিল কেরালা (Kerala Blasters)। যা ব্যাপকভাবে হতাশা করে সকলকে।
তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী ফুটবল মরসুমে দল বদল করতে পারেন টমাস টচর্জ। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি। কিন্তু শোনা যাচ্ছে, নতুন আইএস
মরসুমের জন্য তাঁকে দলে নিতে আগ্ৰহী টুর্নামেন্টের একাধিক ফুটবল ক্লাব। সেইমতো কথাবার্তা ও শুরু করা হয় তাঁদের তরফে। যদিও আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।