আগামীকাল অনিশ্চিত সবুজ-মেরুনের এই তারকা ফুটবলার, চিন্তায় সকলে

আগামীকাল অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ শুরু করবে ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান। তাদের বিপক্ষে লড়াই করবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল ফুটবল…

আগামীকাল অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ শুরু করবে ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান। তাদের বিপক্ষে লড়াই করবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সুপার কাপের গ্ৰুপ পর্বের ম্যাচে তাদের কাছেই পরাজিত হতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। যার দরুন টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাদেরকে। সেই সমস্ত কিছু মাথায় রেখেই এবার বদলা নেওয়ার ভাবনা থাকবে বাগান ব্রিগেডের। ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানে দল প্রথমদিকে হেক্টর ইৎসের গোলে এগিয়ে গেলেও তা ধরে রাখা সম্ভব হয়নি‌ তাদের। প্রথমার্ধের শেষেই ক্লেটনের গোলে সমতায় ফিরে এসেছিল ইস্টবেঙ্গল।

তারপর আর ম্যাচে প্রভাব ফেলা সম্ভব হয়নি সবুজ-মেরুনের। সময় যত এগিয়েছে ততই দাপট দেখিয়েছে লাল-হলুদ ব্রিগেড। সব কিছু মাথায় রেখেই এবার নিজের একাদশ সাজাবেন দলের বর্তমান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস।‌ দলের অধিনায়ক শুভাশিস বোস থেকে শুরু করে অজি তারকা জেসন কামিন্স হোক কিংবা আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। সকলেই হয়ত থাকতে পারেন আগামীকালের ম্যাচে। সেক্ষেত্রে তাদের আটকাতে গিয়ে যথেষ্ট চাপে পড়বে লাল-হলুদ ব্রিগেড। তার মধ্যেই নিজেদের দুই বিদেশি ফুটবলারদের রিলিজ করেছে ইস্টবেঙ্গল। যার মধ্যে ছিলেন জাভিয়ের সিভেরিও টোরো ও বোরহা হেরেরা।

তাই আগামীকাল নিজেদের চার বিদেশি নিয়েই খেলতে হবে ইস্টবেঙ্গল ফুটবল দলকে। অন্যদিকে, সবুজ-মেরুনের চিন্তা বাড়িয়েছেন ভারতীয় তারকা আশীষ রাই। এখনো পর্যন্ত পুরোপুরি ম্যাচফিট নন তিনি। তাই আগামীকালের ম্যাচে হয়ত তাকে মাঠে পাবে না মোহনবাগান ক্লাব। ঠিক এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। তবে তার বিকল্প হিসেবে আনোয়ার আলীর পাশাপাশি সাহাল আব্দুল সামাদকে দেখা যেতে পারে দলের অন্দরে।