বিগত শনিবারই (৫ অক্টোবর) ঘরের মাঠে মহামেডানের বিরুদ্ধে আইএসএলে দ্বিতীয় জয় পেয়েছে মোহনবাগান (Mohun Bagan SG) শিবির। বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তিন গোলে হারলেও, ঘরের মাঠে তিন গোলেই জয় এনেছেন হোসে মলিনা এন্ড কোম্পানি। প্রথম থেকেই মোহনবাগান বনাম মহামেডানের এই ম্যাচকে ‘মিনি ডার্বি’ বলায় মেরিনার্সদের বিপক্ষে বেশ সরব ছিলেন সাদা-কালো সমর্থকবৃন্দ এবং ক্লাব কর্তৃপক্ষ। ম্যাচের আগে মোহনবাগানকে বিভিন্ন ভাবে ‘ সুবিধাবাদী’ বলে তোপ দেগে পরিস্থিতি আরও উত্তপ্ত করেন মহামেডান শীর্ষকর্তা বেলাল।
তবে যুবভারতীতে শুরু থেকেই ম্যাচের রাশ ধরে রেখে প্রতিপক্ষের সমস্ত বিতর্কের জবাব দিয়ে দেন জেমি-শুভাশীষরা। দুর্গাপূজার আগে এই বিশেষ জয় উপহার দেওয়ার জন্য খুশি হয়েছেন সমর্থকরাও। তাই এই পুজোয় ‘রক্তে আমার মোহনবাগান’ বলে একটি বিশেষ উদ্যোগ নিতে চলেছেন মোহনবাগান সমর্থকবৃন্দ। যাঁর মাধ্যমে ক্লাব ক্যান্টিনের সদস্য থেকে শুরু করে সমস্ত দুঃস্থ বাচ্ছাদের জামাকাপড়, খাদ্যদ্রব্য এবং টাকাপয়সা দেওয়ার উদ্যোগ নেবেন তাঁরা। মেরিনার্সদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন বাগান কিংবদন্তি মানস ভট্টাচার্য এবং সুব্রত ভট্টাচার্য। বাগান সমর্থকদের এই ‘অভিনব’ সেলিব্রেশনে প্রধান অতিথি হয়ে থাকবেন তাঁরাও।
This Durga Puja, ‘Rokte Amar Mohun Bagan’ extends heartfelt gratitude to the dedicated ground staff, canteen workers, and Ghugni seller Rahul’s family, spreading festive joy to all who keep our club thriving.
Joy Mohun Bagan! 💚❤️#MohunBagan #MohunBaganAC #Rokteamarmohunbagan pic.twitter.com/fXqpeNH3cu
— Mohun Bagan (@Mohun_Bagan) October 5, 2024
গতকালই মোহনবাগান জেতার পর যুবভারতীর পাশে একত্রিত হন বাগান সমর্থকরা। ম্যাচ শেষে প্রবল বৃষ্টির মধ্যেও দলের জয়ে ‘উৎসব’ করতে দেখা যায় সবুজ মেরুন সমর্থকদের (Mohun Bagan SG)। এরপরই জনৈক এক বাগান সমর্থক উৎসবের মাঝেই এই বিশেষ কর্মসুচির ঘোষণা করেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। এর সাথে সাথেই এগিয়ে আসেন সমস্ত বাগান সমর্থকরা। ‘রক্তে আমার মোহন বাগান’ নামক কর্মসূচিতে বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছেন মেরিনার্সরা।
এর মধ্যে মোহনবাগান ক্লাব ক্যান্টিনের প্রত্যেক সদস্য থেকে শুরু করে মাঠকর্মীদের জন্য পুজোর নতুন পোশাকের ব্যবস্থা করবেন তাঁরা। পাশাপাশি দুঃস্থ বাচ্ছাদের জামাকাপড় দেওয়ার ব্যবস্থাও থাকছে এই কর্মসূচিতে। এছাড়াও বেশ কিছু পরিবারকে পুজোর প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং টাকাপয়সা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে এখানে। তবে সমস্ত বিষয়টিই থাকবে ক্লাব কর্তৃপক্ষের ত্বত্তাবধানে।
Mohun Bagan: সবুজ-মেরুন জার্সিতে প্রস্তুতি শুরু করে দিলেন নুনো রেইস
ম্যাচ জিতে সর্মথকদের এরূপ ‘পরিণত’ আবগে বেশ খুশিই হয়েছে প্রাক্তন বাগান তারকা সুব্রত ভট্টচার্য এবং মানস ভট্টাচার্য । গতকাল সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মানস বলেন, ” বিষয়টির সাথে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। এই মুহূর্তে সর্মথকদের এই বিশেষ উদ্যোগ সত্যিই বেশ প্রশংসার যোগ্য। অনেকেই পুজো ঠিকভাবে পালন করতে পারেন না। সে দিক থেকে কিছু সাহায্য করতে পারলে সুবিধা হবে তাঁদেরই।”
মানসের পাশাপাশি এই উদ্যোগে সামিল থাকতে পেরে খুশি হয়েছেন প্রাক্তন বাগান (Mohun Bagan SG) ফুটবলার সুব্রত ভট্টাচার্য। এই অনুষ্ঠানের প্রধান অতিথিও তিনি। গতকাল তিনি এই বিষয়ে বলেন, ” আমার মনে হয় বর্তমান পরিস্থিতি বিচার করলে কলকাতার অবস্থা খুবই খারাপ যাচ্ছে। খারাপের মধ্যেও এই বিষয়টি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমর্থকদের এ ধরণের আরও উদ্যোগ নেওয়া উচিত।”