Durand Cup: মোহন-ইস্ট ছাড়াও ডুরান্ডে নজর কাড়তে পারে এই ৩ ম্যাচ

শুরু হতে চলেছে এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের (Durand Cup 2024) ১৩৩তম আসর। টুর্নামেন্টে একাধিক উপভোগ্য ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে। ছয়টি গ্রুপে…

Durand Cup 2024

শুরু হতে চলেছে এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের (Durand Cup 2024) ১৩৩তম আসর। টুর্নামেন্টে একাধিক উপভোগ্য ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে। ছয়টি গ্রুপে মোট ৪৩টি ম্যাচ খেলা হবে। ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল), আই লিগ, বিদেশি ক্লাব এবং সশস্ত্র বাহিনীর দল অংশ নেবে ডুরান্ড কাপে। প্রতিটি গ্রুপের বিজয়ী এবং শীর্ষ দু’টি দ্বিতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বে খেলার ছাড়পত্র পাবে। আসন্ন ডুরান্ড কাপে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি। মোহন-ইস্ট ম্যাচ ছাড়াও টুর্নামেন্টে নজর কাড়তে পারে আরও একাধিক ম্যাচ।

   

Mohammedan SC: অতিরিক্ত সময়ের পেনাল্টি থেকে জিতল মহামেডান

বেঙ্গালুরু এফসি এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যেকার ম্যাচটি গ্রুপ বি-র অন্যতম উত্তেজক মুহূর্ত হতে পারে। ২০২৩-২৪ মরসুমের মাঝপথে দায়িত্ব নেওয়া জেরার্ড জারাগোজার কোচিংয়ে বেঙ্গালুরু এফসি গত বছর থেকে তাদের স্কোয়াডকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। গ্রুপের শীর্ষস্থান দখল করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বেঙ্গালুরু এফসি। মহামেডান এসসি-ও পিছিয়ে নেই। প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে তৈরি তাদের স্কোয়াড বেঙ্গালুরু এফসিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

আগামী ১ অগস্ট কলকাতার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এফসি। পঞ্জাব এফসি সহ তিনটি আইএসএল দল নিয়ে গঠিত গ্রুপ সি-কে প্রতিযোগিতার সবচেয়ে কঠিন বলে মনে করা হচ্ছে। আইএসএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি ডুরান্ড কাপ ২০২৪ জয়ের অন্যতম দাবিদার হতে পারে। অন্যদিকে কেরালা ব্লাস্টার্স এফসি এই গ্রীষ্মে নতুন প্রধান কোচ নিয়োগ সহ স্কোয়াডেউল্লেখযোগ্য পরিবর্তন করেছে।

Bayern Munich: ১৪-১ গোলে জিতল বায়ার্ন

১৬ অগাস্ট কোকরাঝাড়ের সাই স্টেডিয়ামে গ্রুপ ই-তে মুখোমুখি হবে ওডিশা এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি। গত মরসুমে ওডিশা এফসি রিজার্ভ স্কোয়াড নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেড এফসি ইস্টবেঙ্গল এফসির কাছে হেরে বিদায় নেওয়ার আগে সেমিফাইনালে পৌঁছেছিল। ২০২৩-২৪ মরসুমে ওড়িশা এফসি একাধিক খেতাব জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল। এদিকে, নর্থইস্ট ইউনাইটেড এফসি প্রধান কোচ হুয়ান পেদ্রো বেনালির সাহায্যে গত মরসুম থেকে তাদের মূল স্কোয়াড ধরে রেখেছে।