T20 World Cup: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব সেরা ভারত

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফের বিশ্ব সেরা ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপ ২০২৪ জিতল (T20 World Cup 2024) টিম ইন্ডিয়া। শেষ ওভারে ম্যাচের নিস্পত্তি। ৭…

Team India world champions

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফের বিশ্ব সেরা ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপ ২০২৪ জিতল (T20 World Cup 2024) টিম ইন্ডিয়া। শেষ ওভারে ম্যাচের নিস্পত্তি। ৭ রানের ব্যবধানে জিতল ভারত।

দেশ জুড়ে অকাল উৎসব। কারণ ভারত জিতেছে বিশ্বকাপ। ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা যাইপরনাই লড়াই দিয়েও থামাতে পারল না ভারতের বিজয় রথ। ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩-এর ফাইনালে গিয়ে পরাজিত হয়েছিল মেন ইন ব্লু ব্রিগেড। সেই আক্ষেপ মিটল এবার। অধিনায়কে হিসেবে স্বস্তির নিশ্বাস নিতে পারবেন রোহিত শর্মা।

Advertisements

বড় ম্যাচে জ্বলে উঠলেন বিরাট কোহলি। ওপেনার হিসেবেই যোগ্য জবাব দিলেন সমালোচকদের। ৫৯ বলে করলেন ৭৬ রানের ইনিংস। অক্ষর প্যাটেল করলেন ৪৭ রান। ভারতের স্কোর ১৭৬/৭।

দক্ষিণ আফ্রিকা লড়াই দিল ভালই। কুইনটন ডি কক (৩৯ রান), স্টাবস (৩১ রান), হেনরিখ ক্লাসেন (৫২ রান), ডেভিড মিলার (২১ রান) জমিয়ে দিয়েছিলেন ম্যাচ। কিন্তু এদিনের টিম ইন্ডিয়া ছিল বিশ্বকাপ জয়ের জন্য নাছোড়। প্রশংসা করতে হয় হার্দিক পান্ডিয়ার। শেষ ওভারে আটকে দিলেন দক্ষিণ আফ্রিকার রান। ফাইনাল ম্যাচে নিলেন তিন উইকেট। আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাহ নিলেন দুটি করে উইকেট। বোলারদের বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করলেন অধিনায়ক রোহিত শর্মা।